RG Kar Case: আরজি কর কাণ্ডে বিস্ফোরক অভিযোগ! বিনীত গোয়েলের সঙ্গে CBI অফিসার সম্পত মীনার কী 'সম্পর্ক'! কোন চার জনকে নিশানা আইনজীবীর?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
RG Kar Case: আজও সিবিআইয়ের দেওয়া রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী।
advertisement
advertisement
আজও সিবিআইয়ের দেওয়া রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল, সেখানেই তদন্ত থমকে আছে সিবিআইয়ের ক্ষেত্রে, নতুন করে কী উঠে এসেছে? প্রশ্ন নির্যাতিতার পরিবারের আইনজীবীর। বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে যে দুজনকে গ্রেফতার করা হল, তাদের বিরুদ্ধে চার্জশিট কেন দিতে পারল না সিবিআই ? প্রশ্ন নির্যাতিতার পরিবারের আইনজীবীর।
advertisement
নির্যাতিতার পরিবারের পক্ষের আইনজীবী ফিরোজ এডুলজি সিবিআইয়ের তদন্তকারী অফিসারের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। প্রশ্ন তোলেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও সিবিআইয়ের সিনিয়র অফিসার সম্পত মীনার সম্পর্ক নিয়েও। দুজনেই ব্যাচমেট। তাহলে কীভাবে ব‍্যাচ মেটের বিরুদ্ধে সম্পত মীনা তদন্ত করবে! এমনই প্রশ্ন নির্যাতিতার পক্ষের আইনজীবীর।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নির্যাতিতার পরিবারের পক্ষের আইনজীবী কোর্টের উদ্দেশ্যে বলেন, ঘটনাস্থলে পৌঁছনোর জন‍্য আরও দুটো রাস্তা আছে। ওরা যে ফুটেজে সঞ্জয়ের উপস্থিতি দেখাচ্ছেন, সেটি একটি সিসিটিভির ফুটেজ। ওদের একটাই বক্তব্য, সাজা করিয়ে দিয়েছি। আদালত তদন্তের অগ্রগতি জানতে চেয়েছে। তদন্তের অগ্রগতি কী আছে? চার জন চিকিৎসারত ছিলেন ওই রাতে, তাদের কেন কাস্টডি নিল না সিবিআই?
advertisement