RG Kar Case-CBI: ঘটনাস্থলে কী কী এমন মিলেছিল! আরজি করের সেই রাতে যা ঘটে, চার্জশিটে ভয়ঙ্কর তথ্য দিল সিবিআই
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
RG Kar Case-CBI: চার্জশিটে উল্লেখ করা হয়েছে, সঞ্জয়ের লালা এবং দেহরসের নমুনা যেমন ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনার সঙ্গে যেমন মিলে গিয়েছে, তেমনই অপরাধস্থলে পাওয়া চুলও সঞ্জয়েরই।
advertisement
advertisement
শিয়ালদহ আদালতে মোট ৪৫ পাতার চার্জশিট জমা দিয়েছে সিবিআই। চার্জশিটে ১২৮ জন সাক্ষীর বয়ান সংগ্রহের কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি, ৯০টি নথির উল্লেখ রয়েছে চার্জশিটে। অপরাধস্থল এবং সংলগ্ন জায়গায় থেকে পাওয়া ৬৫টি সামগ্রীর তালিকার উল্লেখও রয়েছে। সঞ্জয়ের বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণের উল্লেখও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
advertisement
advertisement
advertisement
advertisement