*গত দু’দিন বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে তাপমাত্রা অনেকটাই নেমেছে। আজ, সোমবার, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা দু’ডিগ্রি সেলসিয়াস নিচে। গতকাল, রবিবার, বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে বৃষ্টি হয়েছে ৭.২ মিলিমিটার।
আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেলেঙ্গানা, গুজরাট, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশে। আগামী ৪/৫ দিন ভারী বৃষ্টি হতে পারে, কঙ্কন, গোয়া, ঘাট এলাকা, মধ্য মহারাষ্ট্র, মুম্বই এলাকা, এছাড়াও ছত্রিশগড় বিদর্ভ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায়। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টির সম্ভাবনা।
*২৮ তারিখ পর্যন্ত হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানাতে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, উত্তরবঙ্গ, সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৮ জুলাই পর্যন্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে।