Problem In Metro Service: স্বপ্নের মেট্রো যাত্রা হচ্ছে দুঃস্বপ্নের, যখন তখন পরিষেবা বন্ধ, হচ্ছে বড়সড় গণ্ডগোল, যাত্রীদের মাথায় হাত

Last Updated:
Problem In Metro Service: বিপত্তির কারণ কি? কি বলছে মেট্রো?
1/5
: গত কয়েক মাসে মেট্রো বিভ্রাট যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও সমস্যা দেখা দিচ্ছে। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকছে পরিষেবা। কখনও আবার আংশিকভাবে চালু করা হলেও দীর্ঘক্ষণ পরপর আসছে মেট্রো। ভিড়ে দমবন্ধ অবস্থা হচ্ছে যাত্রীদের। মেট্রো সফর রীতিমতো আতঙ্কের হয়ে দাঁড়াচ্ছে যাত্রীদের কাছে।
: গত কয়েক মাসে মেট্রো বিভ্রাট যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও সমস্যা দেখা দিচ্ছে। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকছে পরিষেবা। কখনও আবার আংশিকভাবে চালু করা হলেও দীর্ঘক্ষণ পরপর আসছে মেট্রো। ভিড়ে দমবন্ধ অবস্থা হচ্ছে যাত্রীদের। মেট্রো সফর রীতিমতো আতঙ্কের হয়ে দাঁড়াচ্ছে যাত্রীদের কাছে।
advertisement
2/5
ময়দান স্টেশনে মাটি চুঁইয়ে জল উঠছে মেট্রোর লাইনে। বিষয়টি নজরে পড়তেই তড়িঘড়ি মেট্রোর রুট কাঁটছাঁট করা হয়।  মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম ও সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত স্বাভাবিক রাখা হয় পরিষেবা। এদিকে তড়িঘড়ি ময়দানে পৌঁছন ইঞ্জিনিয়াররা। বেশ কয়েকঘণ্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি।  দীর্ঘদিন ধরে বন্ধ কবি সুভাষ। শহিদ ক্ষুদিরাম থেকে চলছে মেট্রো। ফলে যাত্রী ভোগান্তি রয়েইছে। সেই সঙ্গে নিত্য বিভ্রাটে বিরক্ত যাত্রীরা।
ময়দান স্টেশনে মাটি চুঁইয়ে জল উঠছে মেট্রোর লাইনে। বিষয়টি নজরে পড়তেই তড়িঘড়ি মেট্রোর রুট কাঁটছাঁট করা হয়।  মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম ও সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত স্বাভাবিক রাখা হয় পরিষেবা। এদিকে তড়িঘড়ি ময়দানে পৌঁছন ইঞ্জিনিয়াররা। বেশ কয়েকঘণ্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি।  দীর্ঘদিন ধরে বন্ধ কবি সুভাষ। শহিদ ক্ষুদিরাম থেকে চলছে মেট্রো। ফলে যাত্রী ভোগান্তি রয়েইছে। সেই সঙ্গে নিত্য বিভ্রাটে বিরক্ত যাত্রীরা।
advertisement
3/5
পরবর্তী সময়ে মেট্রো কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, ময়দান মেট্রোর নিকাশি নালায় একটা পাইপের অংশ থেকে চুইয়ে জল ঢুকতে শুরু করে। সেখান থেকেই বিপত্তি৷ এর সাথে টানেলের দেওয়াল ফাটল হয়ে জল ঢোকার কোনও সম্পর্ক নেই।
পরবর্তী সময়ে মেট্রো কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, ময়দান মেট্রোর নিকাশি নালায় একটা পাইপের অংশ থেকে চুইয়ে জল ঢুকতে শুরু করে। সেখান থেকেই বিপত্তি৷ এর সাথে টানেলের দেওয়াল ফাটল হয়ে জল ঢোকার কোনও সম্পর্ক নেই।
advertisement
4/5
ময়দান মেট্রোর টানেলে জল ঢুকে পরিষেবা বন্ধ হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে, বিশেষ করে আগস্ট ২০২৩-এর পর থেকে। এটি মূলত রক্ষণাবেক্ষণের অভাবের কারণে হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই কারণে, অফিস টাইমে টালিগঞ্জ ও ময়দান স্টেশনের মধ্যে মেট্রো চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল আগেও। সম্প্রতি, জুলাই মাসেও চাঁদনি ও সেন্ট্রালের মধ্যে টানেলে জল ঢুকেছিল, যা মেট্রো পরিষেবা ব্যাহত করে।
ময়দান মেট্রোর টানেলে জল ঢুকে পরিষেবা বন্ধ হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে, বিশেষ করে আগস্ট ২০২৩-এর পর থেকে। এটি মূলত রক্ষণাবেক্ষণের অভাবের কারণে হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই কারণে, অফিস টাইমে টালিগঞ্জ ও ময়দান স্টেশনের মধ্যে মেট্রো চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল আগেও। সম্প্রতি, জুলাই মাসেও চাঁদনি ও সেন্ট্রালের মধ্যে টানেলে জল ঢুকেছিল, যা মেট্রো পরিষেবা ব্যাহত করে।
advertisement
5/5
চলতি বছরের আগস্ট মাসে ময়দান এবং টালিগঞ্জের মধ্যে মেট্রো টানেলে জল ঢোকার কারণে পরিষেবা প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।চলতি বছরের জুলাই মাসে: চাঁদনি এবং সেন্ট্রালের মধ্যে মেট্রো টানেলে জল ঢুকেছিল, যার ফলে প্রায় ৪ ঘণ্টা মেট্রো চলাচল বন্ধ থাকে। বিশেষজ্ঞদের মতে, রক্ষণাবেক্ষণের অভাবই এই ধরনের সমস্যার প্রধান কারণ।
চলতি বছরের আগস্ট মাসে ময়দান এবং টালিগঞ্জের মধ্যে মেট্রো টানেলে জল ঢোকার কারণে পরিষেবা প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।চলতি বছরের জুলাই মাসে: চাঁদনি এবং সেন্ট্রালের মধ্যে মেট্রো টানেলে জল ঢুকেছিল, যার ফলে প্রায় ৪ ঘণ্টা মেট্রো চলাচল বন্ধ থাকে। বিশেষজ্ঞদের মতে, রক্ষণাবেক্ষণের অভাবই এই ধরনের সমস্যার প্রধান কারণ।
advertisement
advertisement
advertisement