Primary Scam Case: 'দুর্নীতি দেখলে আদালত পদক্ষেপ করবেই', ৩২০০০ চাকরি বাতিল মামলায় ফের কড়া মন্তব্য বিচারপতির!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Primary Scam Case: আইনজীবীর কথায়, "আইন ছাড়া কী ভাবে ন্যায়বিচার দেওয়া সম্ভব। আমাদের দেশে আইনের শাসন মৌলিক কাঠামোর একটি অংশ।''
advertisement
আইনকে সরিয়ে রেখে কী ভাবে ন্যায়বিচার দেওয়া সম্ভব? তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই কাজটিই করেছেন। প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল মামলায় সিঙ্গল বেঞ্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন চাকরিহারাদের একাংশ। বৃহস্পতিবার তাঁদের আইনজীবী অনিন্দ্য মিত্রের সওয়াল, চাকরি বাতিলের রায় দিতে গিয়ে সিঙ্গল বেঞ্চ বলেছে, আইনের থেকেও ন্যায়বিচার ঊর্ধ্বে!
advertisement
advertisement
প্রাথমিকের ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। আইনজীবী মিত্রের দাবি, ওই নিয়োগ প্রক্রিয়ায় কোনও দুর্নীতির অভিযোগ নেই। কীসের ভিত্তিতে এত চাকরি বাতিল? তাঁর বক্তব্য, "দুর্নীতির অভিযোগ রয়েছে ২০১৪ সালের টেটে। সেখানে ১৫-২০ লক্ষ টাকা দেওয়ার অভিযোগ রয়েছে। তা হলে ২০১৪ সালের টেট বাতিল করা উচিত। তাতে মামলাকারীদের নামও ছিল। কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাতিল হল কেন?" তিনি জানান, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ছ'টি অনিয়মের কথা বলা হয়েছে। কোনও দুর্নীতির কথা বলা হয়নি।
advertisement
advertisement