Poila Baisakh Hal khata: কেন লাল রঙেরই হয় নতুন বছরের হালখাতা? অনেকেই জানেন না সেই ঐতিহাসিক কারণ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এখন এই পুরনো ধাঁচের খেরোর খাতা প্রায় তৈরি হয় না বললেই চলে৷ অনেকদিনই হল এই লাল কাপড়ে মোড়া, মোটা সুতোর সেলাই জড়ানো লম্বা খাতার জায়গা করে নিয়েছে লম্বা লম্বা রুল টানা খাতা৷ যার পিচবোর্ডের মলাট কখনও সখনও লাল রঙের হয়৷ আর এখন তো ছোট ছোট লেখাপড়ার চৌকো খাতাই লাল পিচবোর্ডের মলাটে বিক্রি হয় পয়লা বৈশাখের আগে৷
advertisement
advertisement
advertisement
অনেকে বলবেন, লাল রঙ শুভ, লক্ষ্মী-গণেশের পুজো করে লাল সিঁদুরের স্বস্তিক চিহ্ন আঁকা দিয়েই তো লেখা শুরু হয় হালখাতার প্রথম পাতায়৷ এছাড়া, আরও একটা কারণ হতে পারে, লাল উজ্জ্বল রঙ। আর লাল রঙ মানেই দৃষ্টি আকর্ষণ৷ যে কোনও জায়গা থেকে অনায়াসেই চোখে পড়ে টকটকে লাল রঙ৷ কিন্তু, জানেন কি, আসলে হালখাতার রঙ লাল হওয়ার একটা ঐতিহাসিক দিকও রয়েছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এখন এই পুরনো ধাঁচের খেরোর খাতা প্রায় তৈরি হয় না বললেই চলে৷ অনেকদিনই হল এই লাল কাপড়ে মোড়া, মোটা সুতোর সেলাই জড়ানো লম্বা খাতার জায়গা করে নিয়েছে লম্বা লম্বা রুল টানা খাতা৷ যার পিচবোর্ডের মলাট কখনও সখনও লাল রঙের হয়৷ আর এখন তো ছোট ছোট লেখাপড়ার চৌকো খাতাই লাল পিচবোর্ডের মলাটে বিক্রি হয় পয়লা বৈশাখের আগে৷






