Kolkata Plantation : সবুজায়নের লক্ষ্যে সল্টলেক সেক্টর ফাইভে বৃক্ষরোপণ

Last Updated:
Kolkata Plantation : কলকাতার দুটি পর্যায়ে এই কর্মসূচি সম্পন্ন হল।
1/6
চলতি বছরের জুন মাসের মাঝামাঝি সময়ে ১২৫ বছর পূর্ণ করেছে Godrej ৷ সেই উপলক্ষে Godrej Corporate-এর প্রচেষ্টায় সমগ্র ভারতে, Go Green উদ্যোগ নেওয়া হয়েছে ৷
চলতি বছরের জুন মাসের মাঝামাঝি সময়ে ১২৫ বছর পূর্ণ করেছে Godrej ৷ সেই উপলক্ষে Godrej Corporate-এর প্রচেষ্টায় সমগ্র ভারতে, Go Green উদ্যোগ নেওয়া হয়েছে ৷
advertisement
2/6
এই উদ্যোগে তাদের অফিসের প্রাঙ্গণে ১২৫০টি বৃক্ষরোপণ করার অঙ্গীকার গ্রহণ করেছে । কলকাতার দুটি পর্যায়ে এই কর্মসূচি সম্পন্ন হল।
এই উদ্যোগে তাদের অফিসের প্রাঙ্গণে ১২৫০টি বৃক্ষরোপণ করার অঙ্গীকার গ্রহণ করেছে । কলকাতার দুটি পর্যায়ে এই কর্মসূচি সম্পন্ন হল।
advertisement
3/6
প্রথম ধাপে সংস্থার সল্টলেক সেক্টর ফাইভ শাখায় এবং তাদের জেজিপি ডিস্ট্রিবিউশনে প্রায় ৫০টি গাছ রোপণ করা হয়েছে।
প্রথম ধাপে সংস্থার সল্টলেক সেক্টর ফাইভ শাখায় এবং তাদের জেজিপি ডিস্ট্রিবিউশনে প্রায় ৫০টি গাছ রোপণ করা হয়েছে।
advertisement
4/6
দ্বিতীয় ধাপে, ১৫ জুন বিধাননগর পুরসভার সহযোগে, সল্টলেকে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের কাছে কয়েকটি অংশ চিহ্নিত করে প্রায় ১৩০টি বৃক্ষরোপণ করেছে, যার মধ্যে আছে আম, আমলা, জাম ইত্যাদি ।
দ্বিতীয় ধাপে, ১৫ জুন বিধাননগর পুরসভার সহযোগে, সল্টলেকে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের কাছে কয়েকটি অংশ চিহ্নিত করে প্রায় ১৩০টি বৃক্ষরোপণ করেছে, যার মধ্যে আছে আম, আমলা, জাম ইত্যাদি ।
advertisement
5/6
Godrej and Boyce Ltd. দ্বারা এই সবুজ উদ্যোগ সমস্ত শাখার বাণিজ্যিক বিভাগ দ্বারা পরিচালিত হয়েছে।
Godrej and Boyce Ltd. দ্বারা এই সবুজ উদ্যোগ সমস্ত শাখার বাণিজ্যিক বিভাগ দ্বারা পরিচালিত হয়েছে।
advertisement
6/6
বৃক্ষরোপণের এই সবুজায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পুরসভার বিভিন্ন প্রতিনিধি এবং গোদরেজ সংস্থার কর্তারা৷
বৃক্ষরোপণের এই সবুজায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পুরসভার বিভিন্ন প্রতিনিধি এবং গোদরেজ সংস্থার কর্তারা৷
advertisement
advertisement
advertisement