NJP to Kolkata New Train: রাতে ট্রেনে চেপে ভোরেই নামুন কলকাতায়, NJP নতুন ট্রেন পাবলিকের চাহিদায়, কোথায় কোথায় থামবে

Last Updated:
NJP to Kolkata New Train: উত্তরবঙ্গ থেকে রাতে ট্রেনে চেপে ভোরে কলকাতা! নতুন ট্রেনের নাম, কোথায়, কোথায় দাঁড়াবে?
1/6
গভীর রাতেও বাড়লো উত্তরের সঙ্গে দক্ষিণের রেল যোগাযোগ, শীঘ্রই যাত্রা শুরু জলপাইগুড়ি - শিয়ালদহ নতুন ট্রেনের।
গভীর রাতেও বাড়লো উত্তরের সঙ্গে দক্ষিণের রেল যোগাযোগ, শীঘ্রই যাত্রা শুরু জলপাইগুড়ি - শিয়ালদহ নতুন ট্রেনের।
advertisement
2/6
জলপাইগুড়ি সহ পাশের জেলা কোচবিহারের একটি অংশের সাধারন মানুষের দীর্ঘ্য দিনের দাবী মেটালো দিল্লির রেল ভবন।
জলপাইগুড়ি সহ পাশের জেলা কোচবিহারের একটি অংশের সাধারন মানুষের দীর্ঘ্য দিনের দাবী মেটালো দিল্লির রেল ভবন।
advertisement
3/6
সম্প্রতি রেল বোর্ডের জয়েন্ট ডিরেক্টর বিবেক কুমার সিনহার সাক্ষরিত এক নির্দেশিকায় ( সিসি নম্বর, ৩৩/২০২৫) জানানো হয়েছে জলপাইগুড়ি রোড - শিয়ালদহের মধ্যে ১৯ টি কামরা নিয়ে একটি সাপ্তাহিক ট্রেন পরিষেবার অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক।
সম্প্রতি রেল বোর্ডের জয়েন্ট ডিরেক্টর বিবেক কুমার সিনহার সাক্ষরিত এক নির্দেশিকায় ( সিসি নম্বর, ৩৩/২০২৫) জানানো হয়েছে জলপাইগুড়ি রোড - শিয়ালদহের মধ্যে ১৯ টি কামরা নিয়ে একটি সাপ্তাহিক ট্রেন পরিষেবার অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক।
advertisement
4/6
ট্রেনটি প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে নৈহাটি ,বহরমপুর,আজিমগঞ্জ, মালদা টাউন , কিসানগঞ্জ, এন জে পি হয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে শনিবার দুপুর ১২ টা ১৫ মিনিটে , এরপর শনিবার রাত ৮ টা ৩০ মিনিটে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে যাত্রা শুরু করে নিউ জলপাইগুড়ি সহ ১১ টি স্টেশনে স্টপেজ দিয়ে রবিবার সকালে কলকাতার শিয়ালদহ পৌঁছবে।
ট্রেনটি প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে নৈহাটি ,বহরমপুর,আজিমগঞ্জ, মালদা টাউন , কিসানগঞ্জ, এন জে পি হয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে শনিবার দুপুর ১২ টা ১৫ মিনিটে , এরপর শনিবার রাত ৮ টা ৩০ মিনিটে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে যাত্রা শুরু করে নিউ জলপাইগুড়ি সহ ১১ টি স্টেশনে স্টপেজ দিয়ে রবিবার সকালে কলকাতার শিয়ালদহ পৌঁছবে।
advertisement
5/6
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলা সহ পার্শ্ববর্তী কোচবিহার জেলার মেখলিগঞ্জ,হলদিবাড়ি,অঞ্চলের সাধারণ মানুষের বিশেষত ব্যাবসায়ী মহলের দীর্ঘ দিনের দাবী ছিলো রাতে জলপাইগুড়ি কলকাতা ট্রেন পরিষেবার,।
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলা সহ পার্শ্ববর্তী কোচবিহার জেলার মেখলিগঞ্জ,হলদিবাড়ি,অঞ্চলের সাধারণ মানুষের বিশেষত ব্যাবসায়ী মহলের দীর্ঘ দিনের দাবী ছিলো রাতে জলপাইগুড়ি কলকাতা ট্রেন পরিষেবার,।
advertisement
6/6
রেল দফতরের এই ঘোষণায় সেই আসা পূরণ হতে চলেছে, গভীর রাতে রেল পথে যোগাযোগ ব্যাবস্থা সুগম হলো উত্তরের সঙ্গে দক্ষিন বঙ্গের।
রেল দফতরের এই ঘোষণায় সেই আসা পূরণ হতে চলেছে, গভীর রাতে রেল পথে যোগাযোগ ব্যাবস্থা সুগম হলো উত্তরের সঙ্গে দক্ষিন বঙ্গের।
advertisement
advertisement
advertisement