জানা গিয়েছে, ২০২০-২১ অর্থবর্ষে রাজভবনের জন্য বরাদ্দ করা বাজেট গত বছরের তুলনায় ৫০ শতাংশ কমানো হয়েছে৷ সরকারের ওই শীর্ষ আমলার অবশ্য দাবি, করোনা অতিমারির কারণে শুধু রাজভবন নয়, নিজেদের সব দফতরেরই বাজেট কমাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার৷ সেপ্টেম্বর থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ব্যয় সংকোচনের সিদ্ধান্ত বহাল রাখছে রাজ্য সরকার৷Photo-File
ব্যয় সংকোচনের অংশ হিসেবে গত এপ্রিল মাসে সরকারের তরফে জানানো হয়, নতুন কোনও প্রকল্প হাতে নেওয়া হবে না৷ জরুরি ভিত্তি কোনও উন্নয়নমূলক প্রকল্প বা কাজ করার ক্ষেত্রে অর্থ দফতরের আগাম অনুমোদন নিতে হবে৷ পাশাপাশি এই সময়ের মধ্যে রাজ্য সরকারি দফতরগুলি নতুন গাড়ি, কম্পিউটার, টেলিভিশন, আসবাবপত্রও কিনতে পারবে না৷ Photo-File