মোমো চ্যালেঞ্জ আতঙ্ক রাজ্য জুড়ে, কী করবেন এবং কী করবেন না ? জেনে নিন
Last Updated:
চোখগুলো বড় বড়, চেহারা দেখলেই ভয় লাগবে। এই চেহারাই এখন আতঙ্কের নয়া কারণ ৷ মোমো চ্যালেঞ্জ ৷ যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এরাজ্যেও ৷ এক অদ্ভূতুড়ে ছবি লাগানো হোয়াটসঅ্যাপ প্রোফাইল দেখলেই এখন ভয়ে কাঁপছে আট থেকে আশি ৷ সকলেরই বিষয়টা নিয়ে জানার কৌতূহল রয়েছে ৷ যে নম্বর থেকে ফোন করা হচ্ছে, তা এদেশের নয় ৷ এই অচেনা নম্বরই এখন আতঙ্কের কারণ ৷
advertisement
advertisement
সিআইডি-র তরফে মোমো নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে ৷ রাজ্যের ডিআইজি সিআইডি অপারেশন নিশাদ পারভেজ বলেন, ‘‘ কিছুক্ষেত্রে মোমোর নামে নকল মেসেজ ছড়ানো হচ্ছে ৷ ভুয়ো নম্বর থেকে মোমো মেসেজ করা হচ্ছে ৷ তদন্তে এখনও কিছু পাওয়া যায়নি ৷ মোমো চ্যালেঞ্জে কেউ মারাও যায়নি ৷ মোমো চ্যালেঞ্জ নিয়ে নির্দিষ্ট কোনও অভিযোগ নেই ৷ নির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই খতিয়ে দেখা হবে ৷ মোমো চ্যালেঞ্জের লিঙ্ক পেলেই জানান ৷ মোমো নিয়ে আতঙ্কের কিছু নেই ৷ ’’
advertisement