দেশ শুধু নয়, রাজ্যেও করোনা পরিস্থিতি ভয়াবহ। এই সময় গোটা দেশের মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনার দ্বিতীয় ঢেউতে মানুষের জীবন নাজেহাল। অক্সিজেন নেই। বেড নেই হাসপাতালে। চিকিৎসকরাও অসহায় বোধ করছেন। এই সময় সরকার তো তার মতো করে মানুষের জন্য কাজ করছে। তবে পিঁছিয়ে নেই সমাজের আরও অনেকেই। photo source Facebook