Mithun Chakraborty : 'অভিমন্যুর' ইশারায় 'জাত গোখরো' চিনল উত্তরপাড়া, হাততালি পেলেন 'মহাগুরু' মিঠুন, গেরুয়া ঝড় চণ্ডীতলায়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
'ইশারা' অথবা 'ইমেজ' দিয়ে শেষ পর্যন্ত ভোট-বাক্সে কতটা ম্যাজিক দেখতে পারবেন মিঠুন?
মঙ্গলবার হুগলির উত্তরপাড়ায় বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের সমর্থনে জনসভায় যোগ দেন মিঠুন চক্রবর্তী। আর সেখানেই নতুন ভূমিকায় দেখা যায় মিঠুনকে। উত্তরপাড়ার গৌরী মোড়ের জনসভায় মঞ্চে উঠতেই তাঁকে তাঁর ছবির সংলাপ শোনাতে অনুরোধ করলেন উপস্থিত জনতা। আর তখনই নাম না করে শুধুমাত্র 'ইশারা' দিয়ে বিরোধীদের ঘায়েল করলেন বিজেপির ষ্টার প্রচারক, মিঠুন চক্রবর্তী।
advertisement
প্রবীর ঘোষালের সমর্থনে এই জনসভায় মিঠুন চক্রবর্তীকে দেখতে মানুষের ঢল নামে। আর সেই সভা থেকেই নাম না করেই বিরোধীদের বার্তা দিলেন মহাগুরু। ‘অভিমন্যু’ ছবির একটি বিখ্যাত সংলাপ স্মরণ করিয়ে বললেন, "আমি মুখে কিছু বলব না, সব বুঝে নিতে হবে।" বলেই থামলেন না! হাতের মুদ্রায় বোঝালেন ‘এক ছোবলে ছবি’। বার্তা বুঝে হাততালির ঝড় উঠল সভায়।
advertisement
বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই নানা সভা সমাবেশে উপস্থিত হচ্ছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। যোগ দিচ্ছেন রোড শোতেও। সেইসঙ্গে তাঁকে ঘিরে থাকছে উপচে পড়া জনজোয়ার। বাংলার মানুষকে বিজেপির ধর্মে দীক্ষিত করার বার্তা দেওয়ার পাশাপাশি তৃণমূলকে কোণঠাসা করার প্রচেষ্টাতে কোনও কসুর রাখছেন না মহাগুরু।
advertisement
advertisement
চোখে রোদচশমা। গলায় মালা। পরনে গেরুয়া উত্তরীয়। বাংলার মানুষের চেনা সেই সুপারস্টার হাবভাব! এমনভাবেই বাংলার বিভিন্ন প্রান্তে প্রচারের ময়দানে ছুটে বেড়াচ্ছেন ‘মোদীর তারকা সেনাপতি’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তবে 'ইশারা' অথবা 'ইমেজ' দিয়ে শেষ পর্যন্ত ভোট-বাক্সে কতটা ম্যাজিক দেখতে পারবেন মিঠুন সেটা বলবে ২ মে।









