যোগদানের দিনেই ১ ঘণ্টা ১০ মিনিটের বৈঠক! রাজীবদের বিস্মিত করে অমিত শাহ যা বললেন

Last Updated:
প্রথম দিনেই মিলল ঘণ্টা দশ মিনিটর ভোকাল টনিক। উজ্জীবীত রাজীব-বৈশালীরা ঝাঁপাবেন দ্বিগুণ উদ্যমে।
1/6
বহু নাটকীয় উত্থানপতনের পর অমিত শাহর বাসভবনে আজ, শনিবার সন্ধ্যায় বিজেপিতে যোগদান করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশাখী বন্দ্যোপাধ্যায়, রথীন চক্রবর্তীর, রুদ্রনীল ঘোষেরা। প্রত্যেকেকে নিজে হাতে উত্তরীয় পরালেন অমিত শাহ। প্রথম দিনেই মিলল  ঘণ্টা দশ মিনিটর ভোকাল টনিক। উজ্জীবীত রাজীব-বৈশালীরা ঝাঁপাবেন দ্বিগুণ উদ্যমে।
বহু নাটকীয় উত্থানপতনের পর অমিত শাহর বাসভবনে আজ, শনিবার সন্ধ্যায় বিজেপিতে যোগদান করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশাখী বন্দ্যোপাধ্যায়, রথীন চক্রবর্তীর, রুদ্রনীল ঘোষেরা। প্রত্যেকেকে নিজে হাতে উত্তরীয় পরালেন অমিত শাহ। প্রথম দিনেই মিলল ঘণ্টা দশ মিনিটর ভোকাল টনিক। উজ্জীবীত রাজীব-বৈশালীরা ঝাঁপাবেন দ্বিগুণ উদ্যমে।
advertisement
2/6
এদিন অভ্যর্থনা পর্ব শেষ হওয়ার পরে অমিত শাহ তাঁদের বলেন, "ফিরে গিয়ে নির্ভয়ে কাজ করুন। সব সময় মনে রাখবেন আমি আর মোদীজি আপনাদের সাথে সব সময় আছি।"
এদিন অভ্যর্থনা পর্ব শেষ হওয়ার পরে অমিত শাহ তাঁদের বলেন, "ফিরে গিয়ে নির্ভয়ে কাজ করুন। সব সময় মনে রাখবেন আমি আর মোদীজি আপনাদের সাথে সব সময় আছি।"
advertisement
3/6
আসন্ন ভোটের কথা এল অমিত-ভাষণে। বললেন, মোদীজীর, আমার পাখির চোখ এবার পশ্চিমবঙ্গ। আমরা এক ইঞ্চি জমি ছাড়ব না। তৃণমূলের কোনও কারিকুরি সহ্য করব না। আমাদের জিততেই হবে। সেটা মাথায় নিয়ে কাজ শুরু করে দিন।
আসন্ন ভোটের কথা এল অমিত-ভাষণে। বললেন, মোদীজীর, আমার পাখির চোখ এবার পশ্চিমবঙ্গ। আমরা এক ইঞ্চি জমি ছাড়ব না। তৃণমূলের কোনও কারিকুরি সহ্য করব না। আমাদের জিততেই হবে। সেটা মাথায় নিয়ে কাজ শুরু করে দিন।
advertisement
4/6
সূত্রের খবর, বাংলা দখলে মরিয়া অমিত শাহ নাকি রাজীব বৈশালীদের আজই বলেছেন, "আপনাদের স্পেশাল প্যাকেজ থেকে শুরু করে সব দেব। তার আগে আমাদের বাংলা চাই।
সূত্রের খবর, বাংলা দখলে মরিয়া অমিত শাহ নাকি রাজীব বৈশালীদের আজই বলেছেন, "আপনাদের স্পেশাল প্যাকেজ থেকে শুরু করে সব দেব। তার আগে আমাদের বাংলা চাই।
advertisement
5/6
অমিত শাহের বরাভয়, "যা প্রয়োজন, যেমন প্রয়োজন সব করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলার সব রিপোর্ট আমার কাছে আছে। তাই আমি জানি ওখানে কী হচ্ছে।"
অমিত শাহের বরাভয়, "যা প্রয়োজন, যেমন প্রয়োজন সব করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলার সব রিপোর্ট আমার কাছে আছে। তাই আমি জানি ওখানে কী হচ্ছে।"
advertisement
6/6
কিন্তু সুষ্ঠু, অবাধ নির্বাচন হবে তো? শাহী আশ্বাস- "নির্বাচন নিয়ে অত টেনশন করতে হবে না। ভোটে এবার কোনও গন্ডগোল করতে দেব না। সব দিকে নজর আছে আমাদের।"
কিন্তু সুষ্ঠু, অবাধ নির্বাচন হবে তো? শাহী আশ্বাস- "নির্বাচন নিয়ে অত টেনশন করতে হবে না। ভোটে এবার কোনও গন্ডগোল করতে দেব না। সব দিকে নজর আছে আমাদের।"
advertisement
advertisement
advertisement