কোভিড বিধি মেনেই উদ্বোধন দুর্বারের পুজো, বোধনের একদিন আগেই দেবী এলেন সোনাগাছির যৌনপল্লীতে
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
মাস্ক, স্যানিটাইজার সঙ্গে করে সোনাগাছির যৌনপল্লীতেও বেজে উঠল ঢাক ৷ যাদের উঠোনের মাটি নিয়ে তৈরি হয় প্রতিমা, তাদের ঘর আলো করে এলেন মা দুর্গা
advertisement
কোভিড বিধি মেনেই পঞ্চমীতেই উদ্বোধন হল দুর্বার মহিলা সমন্বয় কমিটির পুজোর ৷ নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বুধবার উদ্বোধন করেন দুর্বারের পুজোর ৷ করোনাকালে কোভিড বিধি মেনেই হল পুরো অনুষ্ঠান ৷কোভিড বিধি মেনেই পঞ্চমীতেই উদ্বোধন হল দুর্বার মহিলা সমন্বয় কমিটির পুজোর ৷ নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বুধবার উদ্বোধন করেন দুর্বারের পুজোর ৷ করোনাকালে কোভিড বিধি মেনেই হল পুরো অনুষ্ঠান ৷
advertisement
advertisement