Mamata Banerjee | Protest | Song: বিক্ষোভ মঞ্চে অন্য মেজাজে মমতা বন্দ্যোপাধ্য়ায়, গলা মেলালেন নজরুল গীতি থেকে শুরু করে পুরনো বাংলা গানে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
আজ জেলায় জেলায়ও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রচারে নামবে তৃণমূল কংগ্রেস। তাছাড়া, পথশ্রী প্রকল্প নিয়েও প্রচার করার কথা শাসকদলের। সেই প্রচারের মূল ধ্বনি হবে, 'কেন্দ্রের টাকায় নয়, রাজ্যের টাকায় রাস্তা'। কেন্দ্র বঞ্চনা করলেও, যে উন্নয়নের কাজ আটকাবে না, রাজ্যজুড়ে এদিন সেই প্রচারই করবে শাসকদল।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ধর্মতলায় অম্বেদকর মূর্তির পাদদেশে ধর্না কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা। আজ, বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির দ্বিতীয় দিন। এদিন সকাল ৯'টা থেকেই ধর্না মঞ্চে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দোলা দেন, শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য। মঞ্চে "বাংলার মাটিতে" গান গেয়ে শুরু হয় ধর্না। এদিন সন্ধে ৭টা পর্যন্ত চলবে এই বিক্ষোভ কর্মসূচি৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement