‘দুর্গাপুজো নিয়ে ভুয়ো খবর ছড়ালে কান ধরে সকলের সামনে ওঠবোস করান’, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর নির্দেশ
এনিয়ে নাম না করে বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, ‘ফেক আইটি সেল খবর করছে, কাউকে পুজোর সময় বেরতে দেওয়া হবে না, দুর্গাপুজো কী তাঁরা জানেই না ৷’


করোনা আবহে কিভাবে হবে দুর্গাপুজো এনিয়ে আমজনতার চিন্তার শেষ নেই ৷ তার মাঝেই দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের ছড়াছড়ি। করোনায় পুজো নিয়ে আরও উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে এই ভুয়ো খবরগুলি ৷ বাঙালির সেরা উৎসবকে নিয়ে করোনা আবহে এমন কুৎসিত প্রচেষ্টায় তীব্র ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের পুলিশদের সম্মাননা অনুষ্ঠানের মঞ্চ থেকেই নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷


দুর্গাপুজোকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের ছড়াছড়ি। বিভিন্ন ধরনের গুজব নিমেষে ছড়িয়ে পড়ছে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। হোয়াটঅ্যাপে ছড়ানো দুর্গাপুজো নিয়ে একটি ভুয়ো পোস্টকে নিয়ে তোলপাড় নেটপাড়া ৷ তাতে লেখা ছিল, এবছর পুজোয় সারারাত ঘুরে ঠাকুর দেখা বন্ধ ৷ পুজোর কদিন মানে পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত বিকেল পাঁচটার পর থেকে জারি থাকবে নাইট কার্ফু। মন্ডপে একসঙ্গে পাঁচজনের বেশি ঢোকা যাবে না ৷ এছাড়া পুজোর উপচার নিয়েও সেখানে একাধিক নির্দেশিকা রয়েছে যা আদপে ভুয়ো ৷


ভুয়ো প্রচারে পরিবেশ অশান্ত করার প্রচেষ্টায় তীব্র ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, ‘বাঙালির সেরা উৎসবকে নিয়ে এমন প্রচেষ্টা বরদাস্ত করা হবে না ৷’ তিনি স্পষ্টভাবে জানান, এই করোনা পরিস্থিতিতে এখনও পুজো নিয়ে বৈঠকেই বসেনি রাজ্য সরকার ৷ সেখানে কী করে এমন নির্দেশিকা ছড়াচ্ছে ! এরপরই ভুয়ো খবর ছড়ানো নিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক করে বলেন, ‘যারা এই কাজ করছে তাদের কান ধরে টেনে আনুন ৷ সকলের সামনে ওঠবোস করান ৷ বাঙালির দুর্গাপুজো নিয়ে অপপ্রচারের সাহস আসে কোথা থেকে!’


এনিয়ে নাম না করে বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, ‘ফেক আইটি সেল খবর করছে, কাউকে পুজোর সময় বেরতে দেওয়া হবে না, দুর্গাপুজো কী তাঁরা জানেই না ৷’ মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, ‘লুকিয়ে হোয়াটসঅ্যাপ করছেন কেন? সামনে এসে বলুন সরকার এই কথা বলেছে ৷’


ইতিমধ্যেই বেশ কিছু পুজো কমিটি কলকাতায় মণ্ডপের কাজ শুরু করেছে। কোভিড বিধি মেনে পুজোয় আমূল বদল আনারও সিদ্ধান্ত হয়েছে। তবে পুজো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখনও মিটিং হয়নি, মিটিং হবে, যখন হবে, সিচুয়েশন কী থাকে দেখতে হবে ৷’ নেট দুনিয়ায় ভুয়ো খবর ছড়ানো পরিণতি মারাত্মক। মঙ্গলবার এনিয়ে পুলিশকে বাড়তি সতর্কতা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।