Mamata Banerjee-Doctors Meeting: 'মেয়েরা যন্ত্রণার কথা জানাতে পারত না', বৈঠকে কোন বড় অভিযোগ তুললেন অনিকেত?

Last Updated:
Doctors Meeting Highlights: জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর আর্জি, যাতে দ্বিতীয় অভয়া না হয়৷
1/8
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে কী কী কথা হল? শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, "তোমাদের যারা অনশন করেছেন তারা ভালো আছে তো?  আশা করি আপনাদের দাবি বাড়াবেন না। প্রতিদিন তো এটা হতে পারে না। সবাই চাইছে পরিস্থিতির বদল হোক। আপনারা শুরু করন।"
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে কী কী কথা হল? শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, "তোমাদের যারা অনশন করেছেন তারা ভালো আছে তো? আশা করি আপনাদের দাবি বাড়াবেন না। প্রতিদিন তো এটা হতে পারে না। সবাই চাইছে পরিস্থিতির বদল হোক। আপনারা শুরু করন।"
advertisement
2/8
মমতা সবার কুশল জিজ্ঞাসা করে জানান, তিনি চান সমস্যার সমাধান হোক। তাঁর কথায়, "মানুষ চাইছে৷ রোগীর পরিবার চাইছে৷ আমরা চাই সমস্যা আগে সমাধান হোক।"
মমতা সবার কুশল জিজ্ঞাসা করে জানান, তিনি চান সমস্যার সমাধান হোক। তাঁর কথায়, "মানুষ চাইছে৷ রোগীর পরিবার চাইছে৷ আমরা চাই সমস্যা আগে সমাধান হোক।"
advertisement
3/8
উপস্থিত এক জুনিয়র ডক্টর জানান, communication দেরিতে হয় বলেই তাঁদের আসতে দেরি হয়। আজ communication তাড়াতাড়ি হয়েছে বলে তাঁরা সময়ে আসতে পেরেছেন।
উপস্থিত এক জুনিয়র ডক্টর জানান, communication দেরিতে হয় বলেই তাঁদের আসতে দেরি হয়। আজ communication তাড়াতাড়ি হয়েছে বলে তাঁরা সময়ে আসতে পেরেছেন।
advertisement
4/8
জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর আর্জি, যাতে দ্বিতীয় অভয়া না হয়৷ তাঁর কথায়, "যারা পড়তে আসে, তাদের অনেককে এমন এমন ভাবে হুমকি দেওয়া হয়৷ তারা কোথাও যেতে পারে না। তাই এমন একটা কমিটি করা হোক, যেখানে তারা যেতে পারে। আরজি করে মেয়েরাও নিজেদের যন্ত্রণার কথা কাউকে জানাতে পারে না। তার শিকার অভয়া।"
জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর আর্জি, যাতে দ্বিতীয় অভয়া না হয়৷ তাঁর কথায়, "যারা পড়তে আসে, তাদের অনেককে এমন এমন ভাবে হুমকি দেওয়া হয়৷ তারা কোথাও যেতে পারে না। তাই এমন একটা কমিটি করা হোক, যেখানে তারা যেতে পারে। আরজি করে মেয়েরাও নিজেদের যন্ত্রণার কথা কাউকে জানাতে পারে না। তার শিকার অভয়া।"
advertisement
5/8
অনিকেত নিজে আরজি করে থাকার অভিজ্ঞতা দিয়েই জানালেন অভিযোগ, দাবি করলেন এখানে কাজের পরিবেশ ঠিক নেই। কিছু ছেলে মেয়ে এমন আছে যাদের যৌন হেনস্থা করা হয়েছে। তাদের থেকে টাকা আদায় করা থেকে শুরু করে হয়েছে নানা দুর্নীতি। কলেজ ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশটুকুও নেই, দাবি জুনিয়র ডাক্তারদের।
অনিকেত নিজে আরজি করে থাকার অভিজ্ঞতা দিয়েই জানালেন অভিযোগ, দাবি করলেন এখানে কাজের পরিবেশ ঠিক নেই। কিছু ছেলে মেয়ে এমন আছে যাদের যৌন হেনস্থা করা হয়েছে। তাদের থেকে টাকা আদায় করা থেকে শুরু করে হয়েছে নানা দুর্নীতি। কলেজ ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশটুকুও নেই, দাবি জুনিয়র ডাক্তারদের।
advertisement
6/8
জুনিয়র ডাক্তারদের আর্জি, শিক্ষানবীশ ডাক্তারদের অভিযোগ জানানোর কোনও জায়গা নেই। তাঁদের কথায়, "আমরা শুধু এটাই বলতে চাই এই যন্ত্রনাটা যেন আপনি দেখেন"।
জুনিয়র ডাক্তারদের আর্জি, শিক্ষানবীশ ডাক্তারদের অভিযোগ জানানোর কোনও জায়গা নেই। তাঁদের কথায়, "আমরা শুধু এটাই বলতে চাই এই যন্ত্রনাটা যেন আপনি দেখেন"।
advertisement
7/8
কলেজ পরিবেশেও যাতে গণতান্ত্রিক পরিবেশ থাকে, মেয়েরা সম্মান পায়, যাতে তাদের বলার জায়গাটুকু পায় এই অনুরোধ রাখেন জুনিয়র ডাক্তাররা এদিনের বৈঠকে।  ৯ তারিখের যে ঘটনা নিরপেক্ষ তদন্তটা হতে পারত, বলেও দাবি জানান।
কলেজ পরিবেশেও যাতে গণতান্ত্রিক পরিবেশ থাকে, মেয়েরা সম্মান পায়, যাতে তাদের বলার জায়গাটুকু পায় এই অনুরোধ রাখেন জুনিয়র ডাক্তাররা এদিনের বৈঠকে। ৯ তারিখের যে ঘটনা নিরপেক্ষ তদন্তটা হতে পারত, বলেও দাবি জানান।
advertisement
8/8
জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ বলেন, "আমরা চাই সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজে সুস্থ সামাজিক পরিবেশ থাকুক। রোগীরাও যেন ভালো ভাবে চিকিৎসা পেয়ে ফিরে যায়৷ শিক্ষকদের সঙ্গে যেন ভালো সম্পর্ক থাকে৷ গত কয়েকবছরে আর জি করে এমন কিছু ঘটনা ঘটেছে, সেটা বিবেচনা করা হোক৷ আমরাও চাই সুস্থ ভাবে কাজ করতে৷ আমরা রাজনীতির জায়গাতে নেই৷ যেন বাড়ি থেকে বেরোলে আমাদের বাড়ির লোক জানতে পারে আমরা কোথায় যাচ্ছি।"
জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ বলেন, "আমরা চাই সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজে সুস্থ সামাজিক পরিবেশ থাকুক। রোগীরাও যেন ভালো ভাবে চিকিৎসা পেয়ে ফিরে যায়৷ শিক্ষকদের সঙ্গে যেন ভালো সম্পর্ক থাকে৷ গত কয়েকবছরে আর জি করে এমন কিছু ঘটনা ঘটেছে, সেটা বিবেচনা করা হোক৷ আমরাও চাই সুস্থ ভাবে কাজ করতে৷ আমরা রাজনীতির জায়গাতে নেই৷ যেন বাড়ি থেকে বেরোলে আমাদের বাড়ির লোক জানতে পারে আমরা কোথায় যাচ্ছি।"
advertisement
advertisement
advertisement