Mamata Banerjee Doctors Meeting: 'আমাদের তো জানাননি', আরজি করের অধ্যক্ষকে নিশানা মুখ্যমন্ত্রীর! পাল্টা দাবি অনিকেতের
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Doctors Meeting Highlights: মমতা বলেন, "প্রিন্সিপাল বলুন, এটা কি ঠিক? ভাব তো আমাদের মুখ পুড়ল কী ভাবে। মনের দরজা বন্ধ করতে নেই। রাতে ঘুমানোর আগে ঘরের দরজা বন্ধ করতে হয়। "
সোমবারের বৈঠকে আরজি কর বিচার নিয়ে দাবি তুললেন জুনিয়র ডাক্তাররা। তাতে মমতা বললেন, "বিচার আমাদের হাতে নেই। ওবিসি ম্যাটার তাড়াতাড়ি আইনত সমাধান দরকার। এটা হয়ে গেলে পুলিশ ও স্বাস্থ্যে চিকিৎসক নিয়োগ দ্রুত হবে। আমাদের তো নিয়োগে ডাক্তার চাই। আমাদের দরজা খোলা আছে আগেও বলেছি। আমরাও চাই দ্রুত নিয়োগ হোক।"
advertisement
অভিযোগ জানানোর জায়গা নেই আরজি করে, এমন অভিযোগ এনেছিলেন জুনিয়র ডাক্তাররা। তাতে মমতা বলেন, "গ্রিভ্যান্স সেলে জমা দাও। সেটা তোমাদের সুযোগ আছে। আমাদেরও স্ক্রুটিনি করার সুযোগ আছে। তোমাদেরও দায়িত্ব আছে বোনেদের দেখে রাখা। বোনেদেরও দায়িত্ব আছে ভাইদের দেখা। আমরা আদালতে ফাইট করছি। তোমাদের আইনজীবী বলেছেন আদালতে যে হাসপাতালে তুলো ছাড়া কিছু পাওয়া যায় না।" এর পরেই মমতা বলেন, "প্রিন্সিপাল বলুন, এটা কি ঠিক? ভাব তো আমাদের মুখ পুড়ল কী ভাবে। মনের দরজা বন্ধ করতে নেই। রাতে ঘুমানোর আগে ঘরের দরজা বন্ধ করতে হয়। "
advertisement
advertisement
advertisement
এর পর মমতা আঙুল তোলেন কেন্দ্রের দিকেই। জানান, রাজ্যের পক্ষ থেকে যা সম্ভব, তা করা হচ্ছে। হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। মমতার কথায়,"আমাদের আবার কেন্দ্রীয় সাহায্য মেলে না। আমি আপনাদের সাথে সহমত চাপ বেড়েছে। কোয়ালিটি অফ হেলথ কেয়ার বাংলায় এক নম্বর। এখন হাসপাতাল পরিকাঠামো অনেক ভালো করা হয়েছে। আমরা অনেক কিছু করেছি। আরও কাজ করতে হবে এটা তোমরা বলতে পারো।"
advertisement
advertisement
এর পরেই বৈঠকে উপস্থিত আরজি করের অধ্যক্ষকে উদ্দেশ্য করে মমতা বলেন, "আপনার হাসপাতাল কলেজে এতজন স্টুডেন্টকে সাসপেন্ড করা হয়েছে। আমাদের তো জানাননি। এটা কি তাহলে থ্রেট কালচার নয়? আপনি তো প্রিন্সিপাল। আপনাকে তো টেক কেয়ার করতে বলা হয়েছে। আপনি নিজে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিলেন। এবার থেকে এনকোয়ারি করা হোক। প্রিন্সিপালদের বলছি একটা হেল্প ডেস্ক খোলা হোক। একটা নাম্বার করুন।"
advertisement
advertisement
advertisement