ফিরল পোস্তার স্মৃতি। ব্যস্ত সময়ে আচমকাই ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ। ব্রিজ ভেঙে বেশ অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত বেশ কয়েকজন। এদিন বিকেল ৪টে ১৫ নাগাদ মাঝেরহাট ব্রিজের অ্যাপ্রোচ রোডে অংশ ভেঙে পড়ে।
2/ 7
ব্রিজের নীচে আটকে পড়ে মিনিবাস, প্রাইভেট কার সহ বেশ কয়েকটি গাড়ি। ব্রিজের নিচ দিয়ে গিয়েছে বজবজ শাখার রেল লাইন। দুর্ঘটনার পর বজবজ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
3/ 7
আহত একজনকে সিএমআরআই-তে নিয়ে যাওয়া হয়েছে শিয়ালদহ ডিভিশনে বজবজ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ বজবজের লাইন গিয়েছে এই ব্রিজের নীচ দিয়ে বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু
4/ 7
ঘটনাস্থলে সেনাবাহিনীর কর্তারা রাস্তা বন্ধ, ফলে আটকে দমকল৷ আটকে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পুলিশ বেশ কয়েকজনকে ভরতি করা হয়েছে এসএসকেমে ৷ এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে ৬ জনকে৷
5/ 7
তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে বিপি পোদ্দারে ৷ ঘটনাস্থলে পুলিশ কমিশনার ৷ হাসপাতালগুলিতে বাড়ানো হচ্ছে নার্সদের সংখ্যা ৷
6/ 7
যোগাযোগ করা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে এসএসকেমের জরুরি বিভাগে বিশেষ দল ৷ একের পর এক আহতকে আনা হচ্ছে এসএসকেএমে এসএসকেএম ভরতি ৮, আশঙ্কাজনক ২ ৷ ব্রিজের নীচে খালে অনেকের আটকে থাকার আশঙ্কা ৷ ঘটনাস্থলে পৌঁছল দমকল বাহিনী৷
7/ 7
বহু বছরের পুরোন ব্রিজ ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রেল ও পূর্ত দফতর ব্রিজের নীচে মেট্রোর কাজ চলছিল ৷ মেট্রো রেলের কর্মীদের আটকে পড়ার আশঙ্কা এসএসকেমে এখনও পর্যন্ত ৯ জনকে, ২ জনকে সিএমআরআই-তে ভরতি করা হয়েছে ৷ ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷