মাঝেরহাট ব্রিজ ভেঙে বন্ধ রাস্তা, কোন রাস্তা দিয়ে যাতায়াত করবেন দেখে নিন

Last Updated:
1/8
ধ্বংশস্তুপ সরানো কাজ চলছে জোরকদমে ৷ আপাতত বন্ধ মাঝেরহাট ব্রিজের আশপাশের রাস্তা ৷  দেখে নিন কোন কোন রাস্তা বন্ধ, আর কোন কোন রাস্তায় এইমুহূর্তে ঘোরানো হয়েছে গাড়ি ৷  Photo: News 18 Bangla
ধ্বংশস্তুপ সরানো কাজ চলছে জোরকদমে ৷ আপাতত বন্ধ মাঝেরহাট ব্রিজের আশপাশের রাস্তা ৷ দেখে নিন কোন কোন রাস্তা বন্ধ, আর কোন কোন রাস্তায় এইমুহূর্তে ঘোরানো হয়েছে গাড়ি ৷ Photo: News 18 Bangla
advertisement
2/8
কোন রাস্তায় এইমুহূর্তে ঘোরানো হয়েছে গাড়ি ৷  Photo: News 18 Bangla
কোন রাস্তায় এইমুহূর্তে ঘোরানো হয়েছে গাড়ি ৷ Photo: News 18 Bangla
advertisement
3/8
কোন রাস্তায় এইমুহূর্তে ঘোরানো হয়েছে গাড়ি ৷  Photo: News 18 Bangla
কোন রাস্তায় এইমুহূর্তে ঘোরানো হয়েছে গাড়ি ৷ Photo: News 18 Bangla
advertisement
4/8
কোন রাস্তায় এইমুহূর্তে ঘোরানো হয়েছে গাড়ি ৷  Photo: News 18 Bangla
কোন রাস্তায় এইমুহূর্তে ঘোরানো হয়েছে গাড়ি ৷ Photo: News 18 Bangla
advertisement
5/8
এই রাস্তায় যাতায়াত বন্ধ ৷ মানুষজন হেঁটে এই রাস্তায় যাতায়াত করছেন ৷ এরপর আর বাস-গাড়ি যেতে পারছে না ৷ ব্রিজ ভাঙার ফলে বেশ কয়েকটি রাস্তা বন্ধ ৷ ঘুরপতে হচ্ছে যান চলাচল ৷ Photo : News 18 Bangla.com
এই রাস্তায় যাতায়াত বন্ধ ৷ মানুষজন হেঁটে এই রাস্তায় যাতায়াত করছেন ৷ এরপর আর বাস-গাড়ি যেতে পারছে না ৷ ব্রিজ ভাঙার ফলে বেশ কয়েকটি রাস্তা বন্ধ ৷ ঘুরপতে হচ্ছে যান চলাচল ৷ Photo : News 18 Bangla.com
advertisement
6/8
মাঝেরহাট দুর্ঘটনা কান্ডে ব্রিজের নীচে চাপা পড়ে আছেন অনেকে ৷ এই আশঙ্কাই করা হচ্ছে ৷ এখনও পর্যন্ত ২জনের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ উদ্ধারকাজ চলছে জোরকদমে ৷  Photo : News 18 Bangla.com
মাঝেরহাট দুর্ঘটনা কান্ডে ব্রিজের নীচে চাপা পড়ে আছেন অনেকে ৷ এই আশঙ্কাই করা হচ্ছে ৷ এখনও পর্যন্ত ২জনের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ উদ্ধারকাজ চলছে জোরকদমে ৷ Photo : News 18 Bangla.com
advertisement
7/8
উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে পে লোডার , ক্রেন ৷ ১টি ক্রেনের মাধ্যমেই চলছে উদ্ধারকাজ ৷ যেদিকে ব্রিজ ভেঙেছে তার উল্টোদিক ক্রেন ঢোকানো হয়েছে ৷ ব্রিজটি এমনভাবেই ভেঙেছে যে সেখানে কোনভাবেই একটার বেশি ক্রেন ঢোকানো যাচ্ছে না ৷  Photo : News 18 Bangla.com
উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে পে লোডার , ক্রেন ৷ ১টি ক্রেনের মাধ্যমেই চলছে উদ্ধারকাজ ৷ যেদিকে ব্রিজ ভেঙেছে তার উল্টোদিক ক্রেন ঢোকানো হয়েছে ৷ ব্রিজটি এমনভাবেই ভেঙেছে যে সেখানে কোনভাবেই একটার বেশি ক্রেন ঢোকানো যাচ্ছে না ৷ Photo : News 18 Bangla.com
advertisement
8/8
রেললাইনের পাশে পড়েছে কংক্রিট ডিস্ক ল্যাপ ৷ এটা ভাঙাই খুব শক্ত ৷ তাই এই বিশাল চাঁইয়ে ফাটাল ধরিয়ে, তার মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে ক্যামেরা ৷ তাতেই নজরে আসবে কেউ ভিতরে চাপা পড়ে আছে কিনা ৷ এনডিআরএফের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন ৷ নীচে ২ জন রেলকর্মী আটকে আছেন বলেই মত প্রতক্ষদর্শীদের ৷ তারই খোঁজ চলছে এইমূহুর্তে ৷  Photo : News 18 Bangla.com
রেললাইনের পাশে পড়েছে কংক্রিট ডিস্ক ল্যাপ ৷ এটা ভাঙাই খুব শক্ত ৷ তাই এই বিশাল চাঁইয়ে ফাটাল ধরিয়ে, তার মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে ক্যামেরা ৷ তাতেই নজরে আসবে কেউ ভিতরে চাপা পড়ে আছে কিনা ৷ এনডিআরএফের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন ৷ নীচে ২ জন রেলকর্মী আটকে আছেন বলেই মত প্রতক্ষদর্শীদের ৷ তারই খোঁজ চলছে এইমূহুর্তে ৷ Photo : News 18 Bangla.com
advertisement
advertisement
advertisement