রেললাইনের পাশে পড়েছে কংক্রিট ডিস্ক ল্যাপ ৷ এটা ভাঙাই খুব শক্ত ৷ তাই এই বিশাল চাঁইয়ে ফাটাল ধরিয়ে, তার মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে ক্যামেরা ৷ তাতেই নজরে আসবে কেউ ভিতরে চাপা পড়ে আছে কিনা ৷ এনডিআরএফের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন ৷ নীচে ২ জন রেলকর্মী আটকে আছেন বলেই মত প্রতক্ষদর্শীদের ৷ তারই খোঁজ চলছে এইমূহুর্তে ৷ Photo : News 18 Bangla.com