LPG Biometric: বায়োমেট্রিক না হলেই কি বন্ধ হয়ে যাবে গ্যাস কানেকশন! জানুন আসল তথ্য, রইল টোল ফ্রি নম্বরও
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
এই বিষয়ে বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে স্পষ্ট করে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে তাঁরা উল্লেখ করেছেন, এই বায়োমেট্রিক তথ্য নেওয়ার গোটা বিষয়টি সম্পূর্ণ বিনামূল্যে করা হবে সংস্থার তরফে৷ অর্থাৎ, কেউ যদি বায়োমেট্রিক করিয়ে দেওয়ার জন্য টাকা চান, তাহলে কখনওই তা দেবেন না৷
উজ্জ্বলা যোজনা-সহ ভর্তুকিযোগ্য রান্নার গ্যাসের (এলপিজি) সব গ্রাহকের আধার নম্বর যাচাই করতে তাঁদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। আর তা করতে গিয়েই রীতিমতো নাজেহাল হতে হচ্ছে গ্রাহকদের। স্পষ্ট কোনও নির্দেশ হাতে না পাওয়ায় ভয় পাচ্ছেন অনেকেই৷ বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়া না করা হলে কি গ্যাসের সংযোগই বন্ধ করে দেওয়া হবে? নাকি অন্য কোনও সমস্যায় পড়তে হবে তাঁদের৷ সবটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা৷
advertisement
এদিকে তেল সংস্থাগুলির দাবি, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ সম্পূর্ণ করার কথা বলা হয়েছে সরকারি নির্দেশে। কিন্তু, এত কম সময়ে বিপুল সংখ্যক গ্রাহকের তথ্য যাচাই কী ভাবে হবে, তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। বেশির ভাগ ডিস্ট্রিবিউটারের কাছেই গ্রাহকের বায়োমেট্রিক তথ্য নেওয়ার মতো যন্ত্র বা পরিকাঠামো নেই৷ এরই মধ্যে গ্রাহকদের তরফে অভিযোগ জানানো উঠছে, বায়োমেট্রিক করিয়ে দেওয়ার অছিলায় টাকা নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।
advertisement
advertisement
advertisement
তাহলেও অনেকের মনেই থাকছে প্রশ্ন৷ ৩১ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন না হলে কি গ্যাসের কানেকশন বন্ধ করা হতে পারে? বৃহস্পতিবার সর্বভারতীয় এল পি জি ডিস্ট্রিবিউটারস ফেডারেশনের সহ-সভাপতি বিজন বিহারী বিশ্বাস এ নিয়ে অনেকটাই ধোঁয়াশা কাটিয়েছেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন তেল কোম্পানিগুলি ৩১ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক করতে বলেছে, তবে ডিস্ট্রিবিউটাররা মনে করছেন এই তারিখ আরও বাড়ানো হবে। কেন্দ্রীয় মন্ত্রক থেকে এখনও কোনও রকম নোটিফিকেশন আসেনি।
advertisement









