স্থায়ী ছাউনির আশায় ভোট দেবে কুমোরটুলি!
Last Updated:
চড়া গরম ৷ শহর জুড়ে তাপপ্রবাহ ৷ তারই মাঝে মাটিতে জলের প্রলেপ ৷ রঙ ছিটিয়ে নতুন রঙের খোঁজ ৷ তুলির টানে একে একে ফুটে উঠছে নানা মূর্তির নানা মুখোশ ৷ কলকাতা শহর জুড়ে যখন ভোটের হাওয়া ৷ তখন তীব্র গরমে, মাটি শুকোতে ব্যস্ত কুমোরটুলি ৷ এখনও মাটির গায়ে, শিল্পীদের তুলির টানে পুরনো প্রত্যাশা, পুরনো আশা ৷ ফের ভোট শহরে ৷ পাঁচ বছর পেরিয়ে ফের নতুন কোনও আলোর সন্ধান ৷ তবুও কি মিটবে আশা, কুমোরটুলি কী পাবে কোনও স্থায়ী ছাউনি ! ভোটের মুখে এরকমই প্রশ্ন কুমোরটুলির অলি-গলিতে ৷
চড়া গরম ৷ শহর জুড়ে তাপপ্রবাহ ৷ তারই মাঝে মাটিতে জলের প্রলেপ ৷ রঙ ছিটিয়ে নতুন রঙের খোঁজ ৷ তুলির টানে একে একে ফুটে উঠছে নানা মূর্তির নানা মুখোশ ৷ কলকাতা শহর জুড়ে যখন ভোটের হাওয়া ৷ তখন তীব্র গরমে, মাটি শুকোতে ব্যস্ত কুমোরটুলি ৷ এখনও মাটির গায়ে, শিল্পীদের তুলির টানে পুরনো প্রত্যাশা, পুরনো আশা ৷ ফের ভোট শহরে ৷ পাঁচ বছর পেরিয়ে ফের নতুন কোনও আলোর সন্ধান ৷ তবুও কি মিটবে আশা, কুমোরটুলি কী পাবে কোনও স্থায়ী ছাউনি ! ভোটের মুখে এরকমই প্রশ্ন কুমোরটুলির অলি-গলিতে ৷
advertisement
advertisement
advertisement
advertisement
কুমোরটুলিতে প্রায় ৪৫০ জন পরিবার বংশানুক্রমে এই পেশার সঙ্গে যুক্ত ৷ তবে দুর্গাপুজোর সময় বাইরে থেকে শিল্পী নিয়ে আসতে হয় মাটির প্রতিমা তৈরির জন্য ৷ হিসেব অনুযায়ী, দুর্গাপুজোর জন্য এই বনমালি সরকার স্ট্রিটে তৈরি হয় প্রায় ৫০০০ টি দুর্গা প্রতিমা শুধুমাত্র কলকাতা শহরেই পৌঁছে দেয় কুমোরটুলি ৷ অর্ডার আসে বিদেশ থেকে ৷
advertisement
তবে কি শুধুই দুর্গাপুজো ? এই সময় গোটা বাংলা জুড়ে নানা পার্বণ ৷ লক্ষ্মীপুজো থেকে শুরু করে সরস্বতী, জগদ্বাত্রী, গণেশ ! গোটা কুমোরটুলিতে উপচে পড়ে ক্রেতায় ! তবে কি শুধুই দুর্গাপুজো ? এই সময় গোটা বাংলা জুড়ে নানা পার্বণ ৷ লক্ষ্মীপুজো থেকে শুরু করে সরস্বতী, জগদ্বাত্রী, গণেশ ! গোটা কুমোরটুলিতে উপচে পড়ে ক্রেতায় !
advertisement
advertisement