Kolkata News|| বাড়তে শুরু করেছে গঙ্গার জলস্তর, কিছুক্ষণের মধ্যেই হবে ৫.৫৮ মিটার, বন্ধ হল পুরসভার সমস্ত লকগেট

Last Updated:
Kolkata waterlogged, Municipal corporation all lock gate closed: কলকাতা পুরসভার সমস্ত লকগেট বন্ধ করা হল। আজ দুপুর ১২.৫৯ মিনিটে গঙ্গার জলস্তর হবে ৫.৫৮ মিটার (১৮.৩১ফুট)। তার জেরে লকগেট বন্ধ থাকবে সকাল ১০.৩০ থেকে বিকেল তিন'টে পর্যন্ত।
1/9
*কলকাতা পুরসভার সমস্ত লকগেট বন্ধ করা হল। আজ দুপুর ১২.৫৯ মিনিটে গঙ্গার জলস্তর হবে ৫.৫৮ মিটার (১৮.৩১ফুট)। তার জেরে লকগেট বন্ধ থাকবে সকাল ১০.৩০ থেকে বিকেল তিন'টে পর্যন্ত। সেই সময়ে গঙ্গার পাশের লকগেটগুলি যখন বন্ধ থাকবে। তখন যদি বৃষ্টি হয় তবে শহরে জল জমবে। লকগেট খোলার পর জল দ্রুত নেমে যাবে।
*কলকাতা পুরসভার সমস্ত লকগেট বন্ধ করা হল। আজ দুপুর ১২.৫৯ মিনিটে গঙ্গার জলস্তর হবে ৫.৫৮ মিটার (১৮.৩১ফুট)। তার জেরে লকগেট বন্ধ থাকবে সকাল ১০.৩০ থেকে বিকেল তিন'টে পর্যন্ত। সেই সময়ে গঙ্গার পাশের লকগেটগুলি যখন বন্ধ থাকবে। তখন যদি বৃষ্টি হয় তবে শহরে জল জমবে। লকগেট খোলার পর জল দ্রুত নেমে যাবে।
advertisement
2/9
*বজ্র-বিদ্যুৎ-সহ রাতভর তুমুল বৃষ্টিতে জল্মগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। কলকাতার অবস্থা অত্যন্ত শোচনীয়। বঙ্গোপসাগরের ওপর তৈরি জোড়া ঘূর্ণাবর্তের জেরেই এই পরিস্থিতি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
*বজ্র-বিদ্যুৎ-সহ রাতভর তুমুল বৃষ্টিতে জল্মগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। কলকাতার অবস্থা অত্যন্ত শোচনীয়। বঙ্গোপসাগরের ওপর তৈরি জোড়া ঘূর্ণাবর্তের জেরেই এই পরিস্থিতি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
3/9
*রবিবার রাত এক'টা থেকে সোমবার সকাল ছ'টা পর্যন্ত পাঁচ ঘণ্টায় কলকাতার একাধিক জায়গায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। টালা থেকে টালিগঞ্জ জল থইথই করছে। ফাইল ছবি। 
*রবিবার রাত এক'টা থেকে সোমবার সকাল ছ'টা পর্যন্ত পাঁচ ঘণ্টায় কলকাতার একাধিক জায়গায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। টালা থেকে টালিগঞ্জ জল থইথই করছে। ফাইল ছবি। 
advertisement
4/9
*রাতভোর বৃষ্টির জেরে জলমগ্ন আলিপুর-বর্ধমান রোড, বেহালা, পর্ণশ্রী বীরেন রায় রোড ওয়েস্ট-সহ ১২১ নম্বর ওয়ার্ড। জলমগ্ন ,মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোড, বাটা মোড় থেকে জিনজিরা বাজার পর্যন্ত। সপ্তাহের প্রথম দিনে গাড়ি চালক থেকে সাধারণ মানুষ কাজের উদ্দেশ্যে বেরিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। 
*রাতভোর বৃষ্টির জেরে জলমগ্ন আলিপুর-বর্ধমান রোড, বেহালা, পর্ণশ্রী বীরেন রায় রোড ওয়েস্ট-সহ ১২১ নম্বর ওয়ার্ড। জলমগ্ন ,মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোড, বাটা মোড় থেকে জিনজিরা বাজার পর্যন্ত। সপ্তাহের প্রথম দিনে গাড়ি চালক থেকে সাধারণ মানুষ কাজের উদ্দেশ্যে বেরিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। 
advertisement
5/9
*কলকাতার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে ধাপা, উল্টোডাঙা এবং কালীঘাটে। ধাপায় ১২৭, উল্টোডাঙ্গায় ১০৯ মিলিমিটার এবং কালীঘাটে ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তপসিয়ায় ১০৩, বালিগঞ্জে ১০১, পামার বাজারে ১০০, মোমিনপুরে ১০০ এবং যোধপুর পার্কে ৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 
*কলকাতার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে ধাপা, উল্টোডাঙা এবং কালীঘাটে। ধাপায় ১২৭, উল্টোডাঙ্গায় ১০৯ মিলিমিটার এবং কালীঘাটে ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তপসিয়ায় ১০৩, বালিগঞ্জে ১০১, পামার বাজারে ১০০, মোমিনপুরে ১০০ এবং যোধপুর পার্কে ৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 
advertisement
6/9
*মানিকতলায় ৮১, বীরপাড়ায় ৮৭, বেলগাছিয়ায় ৮৩, ঠনঠনিয়ায় ৮১, চেতলায় ৯৩, গড়িয়ায় ৬৬, পাতিপুকুরে ৭৭, জিন্জিরা বাজারে ৬৬ এবং বেহালায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে ৫ ঘণ্টায়।  রীতিমতো বানভাসি সেক্টর ফাইভ, সল্টলেকও। বাসের চাকা, বাইক চলে গিয়েছে কার্যত জলের তলায়। জলের মধ্যেই বাস খারাপ হয়ে গিয়েছে। ফাইল ছবি। 
*মানিকতলায় ৮১, বীরপাড়ায় ৮৭, বেলগাছিয়ায় ৮৩, ঠনঠনিয়ায় ৮১, চেতলায় ৯৩, গড়িয়ায় ৬৬, পাতিপুকুরে ৭৭, জিন্জিরা বাজারে ৬৬ এবং বেহালায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে ৫ ঘণ্টায়।  রীতিমতো বানভাসি সেক্টর ফাইভ, সল্টলেকও। বাসের চাকা, বাইক চলে গিয়েছে কার্যত জলের তলায়। জলের মধ্যেই বাস খারাপ হয়ে গিয়েছে। ফাইল ছবি। 
advertisement
7/9
*আগামী ২৪ ঘণ্টা মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখা। আগামিকাল, মঙ্গলবার থেকে আবহাওয়ার সামান্য উন্নতি হতে পারে। পরের সপ্তাহে রবিবার ও মঙ্গলবার দুটি সিস্টেম তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। তার কতটা প্রভাব পড়ে দক্ষিণবঙ্গে তার উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। ফাইল ছবি। 
*আগামী ২৪ ঘণ্টা মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখা। আগামিকাল, মঙ্গলবার থেকে আবহাওয়ার সামান্য উন্নতি হতে পারে। পরের সপ্তাহে রবিবার ও মঙ্গলবার দুটি সিস্টেম তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। তার কতটা প্রভাব পড়ে দক্ষিণবঙ্গে তার উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। ফাইল ছবি। 
advertisement
8/9
*সোমবার সকাল থেকে মুখভার আকাশের। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী কয়েক ঘণ্টায় কলকাতায় তো বৃষ্টি হবেই, একইসঙ্গে সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ গরগনাতে ভারী বৃষ্টি হতে পারে। ফাইল ছবি। 
*সোমবার সকাল থেকে মুখভার আকাশের। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী কয়েক ঘণ্টায় কলকাতায় তো বৃষ্টি হবেই, একইসঙ্গে সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ গরগনাতে ভারী বৃষ্টি হতে পারে। ফাইল ছবি। 
advertisement
9/9
*আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। একইসঙ্গে ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ফাইল ছবি।
*আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। একইসঙ্গে ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement