শুরুতেই বাধা! বৈশাখী-শোভনের রোড শোয়ে সায় নেই কলকাতা পুলিশের

Last Updated:
মান-অভিমান, মন কষাকষির পালা পেরিয়ে দলের হয়ে শোভন-বৈশাখী জুটির সক্রিয়ভাবে প্রচার কর্মসূচিতে নামার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিল একটা ‘না’ ৷
1/5
ব্যাড প্যাড পরে রেডি হয়েও ফিল্ডে নামার আগেই বাধা ৷ ভেস্তে গেল বহুদিন বাদে চেনা মাঠে নতুন জার্সিতে ব্যাটিংয়ের পরিকল্পনা ৷ মান-অভিমান, মন কষাকষির পালা পেরিয়ে দলের হয়ে শোভন-বৈশাখী জুটির সক্রিয়ভাবে প্রচার কর্মসূচিতে নামার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিল একটা ‘না’ ৷ সোমবার শোভন-বৈশাখীর রোড শোয়ে অনুমতি দিতে নারাজ পুলিশ ৷ (Info-Somraj Bandopadhyay)
ব্যাড প্যাড পরে রেডি হয়েও ফিল্ডে নামার আগেই বাধা ৷ ভেস্তে গেল বহুদিন বাদে চেনা মাঠে নতুন জার্সিতে ব্যাটিংয়ের পরিকল্পনা ৷ মান-অভিমান, মন কষাকষির পালা পেরিয়ে দলের হয়ে শোভন-বৈশাখী জুটির সক্রিয়ভাবে প্রচার কর্মসূচিতে নামার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিল একটা ‘না’ ৷ সোমবার শোভন-বৈশাখীর রোড শোয়ে অনুমতি দিতে নারাজ পুলিশ ৷ (Info-Somraj Bandopadhyay)
advertisement
2/5
নতুন বছরের প্রথম সোমবারেই শহরের রাজপথে শক্তি প্রদর্শনের সমস্ত প্রস্তুতিই ছিল সারা, কিন্তু শেষ মুহূর্ত বাধ সাধল পুলিশ ৷ দুপুর সাড়ে তিনটেয় মোমিনপুর থেকে মুরলীধর লেন পর্যন্ত রোড শো করার কথা ছিল শোভন-বৈশাখী জুটির ৷ কিন্তু শহরে কর্মব্যস্ত দিনে রোড শো করলে যানজট, বিশৃঙ্খলা তৈরি হতে পারে ৷ এই আশঙ্কা থেকেই রোড শোয়ের অনুমতি দিল না পুলিশ ৷ তারাতলা - টালিগঞ্জ - এক্সাইড - ধর্মতলা হয়ে বিজেপি রাজ্য দফতর পর্যন্ত যাওয়ার কথা ছিল এই মিছিলের ৷ লালবাজার থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ব্যস্ত রাস্তায় ৭০টি গাড়ি, এত মানুষ হাঁটলে সাংঘাতিক জ্যাম হওয়ার সম্ভাবনা ৷ (Info-Somraj Bandopadhyay)
নতুন বছরের প্রথম সোমবারেই শহরের রাজপথে শক্তি প্রদর্শনের সমস্ত প্রস্তুতিই ছিল সারা, কিন্তু শেষ মুহূর্ত বাধ সাধল পুলিশ ৷ দুপুর সাড়ে তিনটেয় মোমিনপুর থেকে মুরলীধর লেন পর্যন্ত রোড শো করার কথা ছিল শোভন-বৈশাখী জুটির ৷ কিন্তু শহরে কর্মব্যস্ত দিনে রোড শো করলে যানজট, বিশৃঙ্খলা তৈরি হতে পারে ৷ এই আশঙ্কা থেকেই রোড শোয়ের অনুমতি দিল না পুলিশ ৷ তারাতলা - টালিগঞ্জ - এক্সাইড - ধর্মতলা হয়ে বিজেপি রাজ্য দফতর পর্যন্ত যাওয়ার কথা ছিল এই মিছিলের ৷ লালবাজার থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ব্যস্ত রাস্তায় ৭০টি গাড়ি, এত মানুষ হাঁটলে সাংঘাতিক জ্যাম হওয়ার সম্ভাবনা ৷ (Info-Somraj Bandopadhyay)
advertisement
3/5
 বিজেপি-র কলকাতা সাংগঠনিক জোনের দায়িত্ব পাওয়ার পর এই দীর্ঘ বিরতি কাটিয়ে রাজনৈতিক কর্মসূচিতে নামছেন শোভন ৷ তাই এই রোড শোয়ের দিকে নজর ছিল গোটা রাজ্য রাজনীতির ৷ বঙ্গ রাজনীতির অন্দরের খবর, আগামিকালই এই রোড শোয়েই শোভনের হাত ধরেই কলকাতা পুরসভার তৃণমূলের তিন বিদায়ী কাউন্সিলরের বিজেপি-তে যোগদানের কথা ছিল ৷ যদিও এখনও তাঁদের নাম জানা যায়নি৷ (Info-Somraj Bandopadhyay)
বিজেপি-র কলকাতা সাংগঠনিক জোনের দায়িত্ব পাওয়ার পর এই দীর্ঘ বিরতি কাটিয়ে রাজনৈতিক কর্মসূচিতে নামছেন শোভন ৷ তাই এই রোড শোয়ের দিকে নজর ছিল গোটা রাজ্য রাজনীতির ৷ বঙ্গ রাজনীতির অন্দরের খবর, আগামিকালই এই রোড শোয়েই শোভনের হাত ধরেই কলকাতা পুরসভার তৃণমূলের তিন বিদায়ী কাউন্সিলরের বিজেপি-তে যোগদানের কথা ছিল ৷ যদিও এখনও তাঁদের নাম জানা যায়নি৷ (Info-Somraj Bandopadhyay)
advertisement
4/5
শুধু তৃণমূলের কাউন্সিলররাই নন, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সদস্য বেশ কয়েকজন অধ্যাপকও বিজেপি-তে আসতে পারেন বলে খবর৷ (Info-Somraj Bandopadhyay)
শুধু তৃণমূলের কাউন্সিলররাই নন, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সদস্য বেশ কয়েকজন অধ্যাপকও বিজেপি-তে আসতে পারেন বলে খবর৷ (Info-Somraj Bandopadhyay)
advertisement
5/5
এসমস্ত পরিকল্পনাই এখন কলকাতা পুলিশের না-তে প্রাথমিকভাবে ভেস্তে গিয়েছে ৷ তার বিকল্প পদ্ধতি কী হবে তা রণকৌশল ঠিক করার জন্য গোলপার্কে ফ্ল্যাটে জরুরি বৈঠকে শোভন চট্টোপাধ্যায় ৷ সেখানে বৈশাখী বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন রাকেশ সিং সহ কয়েকজন নেতা। উল্লেখ্য এর আগেও বহু সময়ই বিজেপির রাজনৈতিক কর্মসূচি পুলিশি অনুমতি না পাওয়ার জন্য বাতিল হয়ে গিয়েছে ৷ (Info-Somraj Bandopadhyay)
এসমস্ত পরিকল্পনাই এখন কলকাতা পুলিশের না-তে প্রাথমিকভাবে ভেস্তে গিয়েছে ৷ তার বিকল্প পদ্ধতি কী হবে তা রণকৌশল ঠিক করার জন্য গোলপার্কে ফ্ল্যাটে জরুরি বৈঠকে শোভন চট্টোপাধ্যায় ৷ সেখানে বৈশাখী বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন রাকেশ সিং সহ কয়েকজন নেতা। উল্লেখ্য এর আগেও বহু সময়ই বিজেপির রাজনৈতিক কর্মসূচি পুলিশি অনুমতি না পাওয়ার জন্য বাতিল হয়ে গিয়েছে ৷ (Info-Somraj Bandopadhyay)
advertisement
advertisement
advertisement