Kolkata Police | Coronavirus : থানার বাইরে অস্থায়ী ক্যাম্প! অভিযোগ জানানো যাবে হোয়াটসঅ্যাপেও, করোনা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Kolkata Police | Coronavirus : লালবাজারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক থানাকে।এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যাতে পুলিশ কর্মীরা বাইরের সাধারণের সংগস্পর্শে না আসে। রিপোর্ট- অর্পিতা হাজরা
কোভিডের (Coronavirus)থাবায় আক্রান্ত অফিসার থেকে পুলিশ কর্মীরা সকলেই। কলকাতা পুলিশের (Kolkata Police) প্রতি থানাতে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার গ্রাফ। আর তাই কোভিড পরিস্থিতির জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে এবার প্রতি থানায় অভিযোগ জানানো যাবে মোবাইলে হোয়াটস্যাপের মাধ্যমে। অভিযোগকারীকে সশরীরে থানায় না এসে এবার থেকে থানার হোয়াটস্যাপ নম্বরে অভিযোগ জানাতে পারবেন অভিযোগকারীরা।
advertisement
কোভিডের(Coronavirus) জন্য কলকাতা পুলিশের (Kolkata Police)পক্ষ থেকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP)মোবাইল হোয়াটস্যাপে মাধ্যমে অভিযোগ নেওয়ার ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক থানাকে। এছাড়া যেসব থানার বাইরে জায়গা আছে সেখানে অস্থায়ী ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে অভিযোগ জানানোর জন্য অভিযোগকারীকে থানার ভিতরে না ঢুকে অস্থায়ী ওই ক্যাম্পে অভিযোগ জানানো যায়।
advertisement
যে হারে কোভিডের (Coronavirus) সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে প্রচুর পুলিশকর্মী (Kolkata Police) কোভিডে আক্রান্ত হচ্ছেন। লালবাজারের তরফে শনিবার রাতে কলকাতা পুলিশের মোট ৮২টি থানায় হোয়াটস্যাপের মাধ্যমে অভিযোগ জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। থানার বাইরে ওই হোয়াটস্যাপ নম্বরের পোস্টার ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে ও মাইকিং এর মাধ্যমে অ্য়ানাউন্সমেন্ট করা হচ্ছে। যাতে সাধারণ মানুষ সশরীরে না গিয়ে থানায় হোয়াটস্যাপ নম্বর মাধ্যমে অভিযোগ জানাতে পারেন।
advertisement
এছাড়া যেসব থানার বাইরে জায়গা আছে সেখানে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। সেখানে মানুষ অভিযোগ জানাতে পারবেন। অনেক বয়স্ক ব্যক্তিরা হোয়াটস্যাপ বা স্মার্ট ফোন ব্যবহার করতে সাচ্ছন্দ বোধ করেন না। সেক্ষেত্রে কেউ থানায় অভিযোগ জানাতে এলে থানার ভিতরে ঢুকতে হবে না। থানার সামনে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। সেখানে অভিযোগ করতে পারবেন অভিযোগকারীরা। ওই ক্যাম্পের বাইরেও প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। যাতে অভিযোগকারীদের সরাসরি পুলিশকর্মীদের সংস্পর্শে না আসেন সেই ব্যবস্থাও করা হয়েছে। কসবা থানায় সেরকমই একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। যেখানে অভিযোগকারীরা এসে অভিযোগ জানাতে পারবেন।
advertisement
এছাড়াও শহরের বিভিন্ন থানার বাইরে যেখানে জায়গা আছে এরকম অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। এছাড়াও থানার বাইরে হোয়াটস্যাপ নম্বরের ব্যানার ঝোলানো রয়েছে। বউবাজার, হেয়ারস্ট্রিট, কসবা, শেক্সপিয়ার সরণি, ভবানীপুর সহ কলকাতা পুলিশের মোট ৮২টি থানায় ব্যানার ঝোলানো হয়েছে এই হোয়াটস্যাপ নম্বরের। এক লালবাজারের শীর্ষ কর্তা জানিয়েছেন, "থানায় যেভাবে করোনা আক্রান্ত হচ্ছেন পুলিশ কর্মীরা, তাতে বিকল্প পদ্ধতি অবলম্বন করতেই হতো।
advertisement
সেই কারণে মোবাইলের হোয়াটস্যাপ নম্বর ও অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে অভিযোগ জানানোর জন্য অভিযোগকারীদের কাছে অনুরোধ করা হচ্ছে। প্রতি থানাকেই নতুন হোয়াটস্যাপ নম্বর দেওয়া হয়েছে যার মাধ্যমে অভিযোগকারীরা থানায় সশরীরে না গিয়ে অভিযোগ জানাতেপারেন। করোনাকে প্রতিহত করার জন্য এবার লালবাজারের তরফেও থানার অফিসার কর্মীদের জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।