Kolkata Municipal Election Result 2021: উত্তর থেকে দক্ষিণ, কড়া পুলিশি প্রহরায় কলকাতা পুরভোটের গণনা শুরু, দেখুন ছবি...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Kolkata Municipal Election Result 2021: সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তা দেখা গিয়েছে গণনা কেন্দ্রগুলির সামনে। প্রতিটি গণনাকেন্দ্রের সামনে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
advertisement
advertisement
এদিন সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তা দেখা গিয়েছে গণনা কেন্দ্রগুলির সামনে। প্রতিটি গণনাকেন্দ্রের সামনে জারি করা হয়েছে ১৪৪ ধারা। কলকাতা পুলিশের(Kolkata Police) তরফে নেওয়া হয়েছে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা। শহরে মোতায়েন করা হয়েছে ২ হাজার পুলিশ বাহিনী। বিভিন্ন গণনাকেন্দ্রে পরিস্থিতিতে সরেজমিনে দিখতে হাজির রয়েছেন উচ্চপদস্থ পুলিশ কর্তারাও।
advertisement
advertisement
advertisement
advertisement
গননা কেন্দ্রগুলিকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। ১০ টি গননা কেন্দ্রে দায়িত্বে থাকছেন ১০ জন ডিসি। এছাড়াও নিদিষ্ট এলাকার ডেপুটি কমিশনাররা নজর রাখবেন। সকাল ৬ টা থেকে গননা শেষ হওয়া পর্যন্ত মোতায়েন থাকছে এই বাহিনী (KMC Election 2021 Counting)। গননা কেন্দ্রের ২০০ মিটার জারি ১৪৪ ধারা জারি থাকবে।
advertisement
গণনা কেন্দ্র - বোরো-ভিত্তিক তালিকা একনজরে : ১. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়- ১ ও ২ নম্বর বোরো, ২. নেতাজি ইন্ডোর স্টেডিয়াম- ৩, ৪, ৫ ও ৬ বোরো, ৩. গীতাঞ্জলি স্টেডিয়াম- ৭ ও ১২ বোরো, ৪. বালিগঞ্জ ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ- ৮ বোরো, ৫. ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওম্যান, হেস্টিংস হাউস- ৯ বোরো, ৬. যোধপুর পার্ক বয়েজ-১০ বোরো, ৭. যোধপুর পার্ক গার্লস-১১ বোরো, ৮. বরিশা হাই স্কুল-১৩ বোরো৯. ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ-১৪ বোরো, ১০. সিস্টার নিবেদিতা গভর্মেন্ট ডিগ্রি কলেজ, জাজেস কোর্ট, হেস্টিংস হাউস- ১৫ বোরো, ১১. ব্রতচারী বৃদ্ধাশ্রম, জোকা-১৬ বোরো।