পয়লা বৈশাখেই বাঙালির জন্য সুসংবাদ! জুড়ে যাবে খিদিরপুর থেকে এসপ্ল্যানেড? বিরাট খবর দিল মেট্রো

Last Updated:
বিশাল টানেল বোরিং মেশিন কলকাতায়! তামিলনাড়ু থেকে আসা এই TBM প্রায় ৯০ মিটার লম্বা এবং ওজন ৬৫০ টন। এই উন্নত প্রযুক্তির মেশিনটি সুড়ঙ্গ খননের জন্য প্রিকাস্ট সেগমেন্ট রিং ব্যবহার করবে, যা ভূগর্ভস্থ রেলপথ নির্মাণে কার্যকরী।
1/9
কলকাতা মেট্রোর পার্পল লাইন নির্মাণে ব্যবহৃত হতে চলেছে বিশালাকায় টানেল বোরিং মেশিন (TBM)। ইতিমধ্যেই তামিলনাড়ু থেকে প্রায় ১৬৫৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে একটি মেশিন কলকাতায় এসে পৌঁছেছে।
কলকাতা মেট্রোর পার্পল লাইন নির্মাণে ব্যবহৃত হতে চলেছে বিশালাকায় টানেল বোরিং মেশিন (TBM)। ইতিমধ্যেই তামিলনাড়ু থেকে প্রায় ১৬৫৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে একটি মেশিন কলকাতায় এসে পৌঁছেছে।
advertisement
2/9
বিশাল টানেল বোরিং মেশিন কলকাতায়---তামিলনাড়ু থেকে আসা এই TBM প্রায় ৯০ মিটার লম্বা এবং ওজন ৬৫০ টন। এই উন্নত প্রযুক্তির মেশিনটি সুড়ঙ্গ খননের জন্য প্রিকাস্ট সেগমেন্ট রিং ব্যবহার করবে, যা ভূগর্ভস্থ রেলপথ নির্মাণে কার্যকরী।
বিশাল টানেল বোরিং মেশিন কলকাতায়--- তামিলনাড়ু থেকে আসা এই TBM প্রায় ৯০ মিটার লম্বা এবং ওজন ৬৫০ টন। এই উন্নত প্রযুক্তির মেশিনটি সুড়ঙ্গ খননের জন্য প্রিকাস্ট সেগমেন্ট রিং ব্যবহার করবে, যা ভূগর্ভস্থ রেলপথ নির্মাণে কার্যকরী।
advertisement
3/9
খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত টানেল তৈরির জন্য দুটি টানেল বোরিং মেশিন ব্যবহার করা হবে।- প্রথমে খিদিরপুরের সেন্ট থমাস স্কুল চত্বর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত ১.৭ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ তৈরি করবে TBM।
খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত টানেল তৈরির জন্য দুটি টানেল বোরিং মেশিন ব্যবহার করা হবে। - প্রথমে খিদিরপুরের সেন্ট থমাস স্কুল চত্বর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত ১.৭ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ তৈরি করবে TBM।
advertisement
4/9
এরপর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ৯৫০ মিটার পথ নির্মাণ করা হবে।- পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেডের সঙ্গে এই লাইন যুক্ত হবে। - ইডেন গার্ডেন্স পর্যন্ত এই TBM ব্যবহৃত হবে কিনা, তা এখনও নিশ্চিত করেনি RVNL।
এরপর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ৯৫০ মিটার পথ নির্মাণ করা হবে। - পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেডের সঙ্গে এই লাইন যুক্ত হবে। - ইডেন গার্ডেন্স পর্যন্ত এই TBM ব্যবহৃত হবে কিনা, তা এখনও নিশ্চিত করেনি RVNL।
advertisement
5/9
কলকাতার পাশাপাশি দিল্লি, কানপুর, আগ্রা, চেন্নাই, মুম্বাই, আহমেদাবাদ-সহ বিভিন্ন শহরে মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণে Herrenknecht-এর টানেল বোরিং মেশিন ও সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে। এছাড়াও, জলবিদ্যুৎ প্রকল্প, রেলপথ, রাস্তা, জল ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নেও এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে।
কলকাতার পাশাপাশি দিল্লি, কানপুর, আগ্রা, চেন্নাই, মুম্বাই, আহমেদাবাদ-সহ বিভিন্ন শহরে মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণে Herrenknecht-এর টানেল বোরিং মেশিন ও সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে। এছাড়াও, জলবিদ্যুৎ প্রকল্প, রেলপথ, রাস্তা, জল ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নেও এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে।
advertisement
6/9
জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরে মোট চারটি স্টেশন ভূগর্ভস্থ হবে। বর্তমানে পার্পল লাইনের বাণিজ্যিক পরিষেবা জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত চালু রয়েছে।
জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরে মোট চারটি স্টেশন ভূগর্ভস্থ হবে। বর্তমানে পার্পল লাইনের বাণিজ্যিক পরিষেবা জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত চালু রয়েছে।
advertisement
7/9
এসপ্ল্যানেড স্টেশন নির্মাণ: ময়দানে থাকা বিধানচন্দ্র রায় মার্কেট সরিয়ে নিয়ে সেখানে স্টেশন তৈরি হবে।ইডেন গার্ডেন্স স্টেশন: তৈরি হলে এটি হবে পঞ্চম ভূগর্ভস্থ স্টেশন।
এসপ্ল্যানেড স্টেশন নির্মাণ: ময়দানে থাকা বিধানচন্দ্র রায় মার্কেট সরিয়ে নিয়ে সেখানে স্টেশন তৈরি হবে। ইডেন গার্ডেন্স স্টেশন: তৈরি হলে এটি হবে পঞ্চম ভূগর্ভস্থ স্টেশন।
advertisement
8/9
কলকাতার মেট্রো পরিষেবা সম্প্রসারণে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সুড়ঙ্গ খনন শুরু হলে কলকাতার মেট্রো নেটওয়ার্ক আরও এক ধাপ এগিয়ে যাবে।
কলকাতার মেট্রো পরিষেবা সম্প্রসারণে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সুড়ঙ্গ খনন শুরু হলে কলকাতার মেট্রো নেটওয়ার্ক আরও এক ধাপ এগিয়ে যাবে।
advertisement
9/9
শীঘ্রই আরও একটি টানেল বোরিং মেশিন আসবে। সূত্রের খবর, ২০২৫ সালের এপ্রিল মাসে খিদিরপুর থেকে এসপ্ল্যানেডের মধ্যে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হতে পারে।
শীঘ্রই আরও একটি টানেল বোরিং মেশিন আসবে। সূত্রের খবর, ২০২৫ সালের এপ্রিল মাসে খিদিরপুর থেকে এসপ্ল্যানেডের মধ্যে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হতে পারে।
advertisement
advertisement
advertisement