

করোনার কারণে, না হয় এবারের পুজোটা একেবারে অন্যরকম ৷ আনন্দের মাঝেও তাই আতঙ্ক অল্পস্বল্প ৷ তবে না হয় ভিড়ে ঠাসা প্যান্ডেল হপিং বাদ থাকুক, পুজোয় পেটপুজো কিন্তু একেবারে অন ! সমস্ত স্বাস্থ্যবিধি মেনে তাই পুজোয় রেডি শহরের রেস্তোরাঁরা৷ তবে এবার না হয় ঢুঁ মারুন সপ্তপদী রেস্তোরাঁর নতুন সল্টলেক আউটলেটে !


পুজোর সঙ্গে বাঙালি খানা আর বাংলা সিনেমা যেন একপাতে পড়ে ৷ দুপুর কিংবা রাতে পেটপুজো সেরে, সিনেমার পর্দায় চোখ কিন্তু পুজোর বাঙালির বহুদিনের অভ্যাস ৷ আর বাংলা সিনেমা মানেই উত্তম-সুচিত্রা ৷ তাই তো এই জুটিকে সঙ্গে নিয়ে সপ্তপদীর আহার এবং বাহার ৷


দক্ষিণ কলকাতার আউটলেটের মতো সল্টলেকের আউটলেটের সাজসজ্জায় উত্তম-সুচিত্রা এবং বাঙালিয়ানার ছোঁয়া ৷ আর খাবার? কোনও কথা হবে, বাঙালি যাতে কবজি ডুবিয়ে খেতে পারে, তার পুরো ব্যবস্থা করে ফেলেছে সপ্তপদী ৷


সপ্তপদী রেস্তোরাঁর কর্ণধার রঞ্জন বিশ্বাসের কথায়, সপ্তপদীর স্টার আইটেম বাঙালি থালি তো রয়েইছে, সঙ্গে মা-ঠাকুমার হাতে তৈরি একেবারে শুদ্ধ বাঙালি বেশ কিছু আইটেম থাকছে ৷ যা কিনা পুজোর পেটপুজোকে জমিয়ে দেবে ৷


সপ্তপদীর স্টাটারে এবার রয়েছে নতুন চমক ৷ ভেটকি ও চিংড়ি মাছ দিয়ে তৈরি নতুন স্টার একেবারে মন ভরাবে৷ রয়েছে লেবু, মরিচ, মুরগি ৷ স্টাটারে জিভে জল, আর সেই জল গড়াবে মেন কোর্সে গিয়ে ৷