Kolkata Bazar| সবজি-মাছ-ফলের বাজারে আগুন, কোনটার কত দাম, সাত সকালে বাজার সমাচার জানুন

Last Updated:
Kolkata Bazar| গ্যাসের দাম বেড়েছে আরও ২৫ টাকা। এবার হু হু করে দাম বাড়ছে সবজির। কোনটির কতদাম জানুন-
1/6
মাত্র সাত দিনের ব্যবধান। তার মধ্যেই১০ থেকে ২০ টাকা বাড়ল বহু সবজির দাম। পটল, ভেন্ডি, উচ্ছে, বেগুন টমেটো- যে সবজিতেই হাত দেবেন, দাম বেড়েছে সেই সবজিরই। একবার দেখে নেওয়া যাক কলকাতার সব থেকে বড় বাজারগুলিতে কী দামে বিক্রি হচ্ছে ফল, সবজি, মাছ-
মাত্র সাত দিনের ব্যবধান। তার মধ্যেই১০ থেকে ২০ টাকা বাড়ল বহু সবজির দাম। পটল, ভেন্ডি, উচ্ছে, বেগুন টমেটো- যে সবজিতেই হাত দেবেন, দাম বেড়েছে সেই সবজিরই। একবার দেখে নেওয়া যাক কলকাতার সব থেকে বড় বাজারগুলিতে কী দামে বিক্রি হচ্ছে ফল, সবজি, মাছ-
advertisement
2/6
কমবেশি সব সবজিরই দাম বেড়েছে। পটল বিক্রি হচ্ছে কিলো প্রতি ৬০ টাকায়।  ঝিঙে কিনতে দিতে হবে ৪০ টাকা।  ভেন্ডির দামও ৬০ টাকা, বেগুন ৭০ টাকায় বিক্রি হচ্ছে।  টমেটো পাওযা যাচ্ছে কেজিপ্রতি ৫০ টাকায়।
কমবেশি সব সবজিরই দাম বেড়েছে। পটল বিক্রি হচ্ছে কিলো প্রতি ৬০ টাকায়। ঝিঙে কিনতে দিতে হবে ৪০ টাকা। ভেন্ডির দামও ৬০ টাকা, বেগুন ৭০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো পাওযা যাচ্ছে কেজিপ্রতি ৫০ টাকায়।
advertisement
3/6
আজ মানিকতলা বা গ়ড়িয়াহাট বাজারে উচ্ছের দাম  ৭০ টাকা। কাঁচা আম কিলো প্রতি ১০০ টাকা।  লঙ্কা ৮০ টাকা কেজি। ধনেপাতা ২০০ টাকা কিলোয় বিক্রি হচ্ছে।
আজ মানিকতলা বা গ়ড়িয়াহাট বাজারে উচ্ছের দাম ৭০ টাকা। কাঁচা আম কিলো প্রতি ১০০ টাকা। লঙ্কা ৮০ টাকা কেজি। ধনেপাতা ২০০ টাকা কিলোয় বিক্রি হচ্ছে।
advertisement
4/6
এছাড়া ক্যাপসিকামও সেঞ্চুরি করে ফেলেছে।  গাজর কিনতে কেজি প্রতি দিতে হবে অন্তত  ৮০ টাকা। বিনসের দাম ১৫০ টাকা।  ফুলকপির দাম ৫০ টাকা পিস।  বাঁধাকপির দাম ৪০ টাকা। শসার দাম ৩০ টাকা।
এছাড়া ক্যাপসিকামও সেঞ্চুরি করে ফেলেছে। গাজর কিনতে কেজি প্রতি দিতে হবে অন্তত ৮০ টাকা। বিনসের দাম ১৫০ টাকা। ফুলকপির দাম ৫০ টাকা পিস। বাঁধাকপির দাম ৪০ টাকা। শসার দাম ৩০ টাকা।
advertisement
5/6
ফলের বাজারে  নারকেলের দাম ৪০ টাকা পিস।  বেদানা ১৮০ টাকা কেজি। মৌসম্বি লেবু ৮ থেকে ১২ টাকা পিস।  আপেল  ১২০ থেকে ১৫০ টাকা কেজি।
ফলের বাজারে নারকেলের দাম ৪০ টাকা পিস। বেদানা ১৮০ টাকা কেজি। মৌসম্বি লেবু ৮ থেকে ১২ টাকা পিস। আপেল ১২০ থেকে ১৫০ টাকা কেজি।
advertisement
6/6
মাছের বাজারে সে রকম বড় পরিবর্তন নেই।  গোটা রুই বিক্রি হচ্ছে ২২০ টাকা কিলো। গোটা কাতলা ২৫০ টাকা কিলো। ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকা কেজি। পাবদা বা ভেটকি বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি।
মাছের বাজারে সে রকম বড় পরিবর্তন নেই। গোটা রুই বিক্রি হচ্ছে ২২০ টাকা কিলো। গোটা কাতলা ২৫০ টাকা কিলো। ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকা কেজি। পাবদা বা ভেটকি বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি।
advertisement
advertisement
advertisement