Kasba Case: ডেটিং অ্যাপ থেকেই ‘এসকর্ট সার্ভিস’! ২০০০ টাকা নিয়ে আদর্শর সঙ্গে বচসা কমল-ধ্রুবর, কসবা কাণ্ডে প্রকাশ্যে খুনের আসল কারণ
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Kasba Case: কসবার হোটেলে বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা আদর্শ লোসাল্কাকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডেটিং অ্যাপে পরিচয় করা এবং তারপর এসকর্ট সার্ভিস দিয়ে থাকেন কমল। আদর্শের সঙ্গেও সেই ভাবেই চুক্তি হয়েছিল কমল ও ধ্রুবর। এসকর্ট সার্ভিস বাবদ কমলকে ২০০০ টাকা দেওয়ার কথা ছিল আদর্শের। সার্ভিস পাওয়ার পর ২০০০ টাকা দিতে অস্বীকার করেন আদর্শ, যার জন‍্য খুন করেছেন এই যুগল। পুলিশি জেরায় স্বীকারোক্তি।
advertisement
advertisement
advertisement
advertisement







