Kasba Case: ডেটিং অ‍্যাপ থেকেই ‘এসকর্ট সার্ভিস’! ২০০০ টাকা নিয়ে আদর্শর সঙ্গে বচসা কমল-ধ্রুবর, কসবা কাণ্ডে প্রকাশ‍্যে খুনের আসল কারণ

Last Updated:
Kasba Case: কসবার হোটেলে বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা আদর্শ লোসাল্কাকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়।
1/6
কসবার হোটেলে বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা আদর্শ লোসাল্কাকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ‘সার্ভিস’ নেওয়ার পর ২০০০ টাকা না দেওয়ায় খুন হন আদর্শ। টাকা নিয়ে বচসা, হাতাহাতি ও টাকা না পাওয়ায় লিভ-ইন পার্টনার কমল ও ধ্রুব দু'জন মিলেই আদর্শকে খুন করেন বলেই অভিযোগ।
কসবার হোটেলে বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা আদর্শ লোসাল্কাকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ‘ এসকর্ট সার্ভিস’ নেওয়ার পর ২০০০ টাকা না দেওয়ায় খুন হন আদর্শ। টাকা নিয়ে বচসা, হাতাহাতি ও টাকা না পাওয়ায় লিভ-ইন পার্টনার কমল ও ধ্রুব দু'জন মিলেই আদর্শকে খুন করেন বলেই অভিযোগ।
advertisement
2/6
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডেটিং অ্যাপে পরিচয় করা এবং তারপর এসকর্ট সার্ভিস দিয়ে থাকেন কমল। আদর্শের সাথেও সেই ভাবেই চুক্তি হয়েছিল কমল ও ধ্রুবর। এসকর্ট সার্ভিস বাবদ কমলকে ২০০০ টাকা দেওয়ার কথা ছিল আদর্শের
। সার্ভিস পাওয়ার পর ২০০০ টাকা দিতে অস্বীকার করেন আদর্শ, যার জন‍্য খুন করেছেন এই যুগল। পুলিশি জেরায় স্বীকারোক্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডেটিং অ্যাপে পরিচয় করা এবং তারপর এসকর্ট সার্ভিস দিয়ে থাকেন কমল। আদর্শের সঙ্গেও সেই ভাবেই চুক্তি হয়েছিল কমল ও ধ্রুবর। এসকর্ট সার্ভিস বাবদ কমলকে ২০০০ টাকা দেওয়ার কথা ছিল আদর্শের। সার্ভিস পাওয়ার পর ২০০০ টাকা দিতে অস্বীকার করেন আদর্শ, যার জন‍্য খুন করেছেন এই যুগল। পুলিশি জেরায় স্বীকারোক্তি।
advertisement
3/6
পুলিশ সূত্রে খবর, কমলের ফোনে একাধিক ছবি ও ছোট ছোট ভিডিও পাওয়া গিয়েছে। ডেটিং অ‍্যাপে পরিচয়ের পর বিভিন্ন কাস্টমারকে আকর্ষণীয় ছবি ও ভিডিও পাঠিয়েছেন
। মৃত‍্যুর আগে কমলের সঙ্গে শারীরিক মিলন করেছিলেন আদর্শ, তাই বিবস্ত্র ছিলেন।
পুলিশ সূত্রে খবর, কমলের ফোনে একাধিক ছবি ও ছোট ছোট ভিডিও পাওয়া গিয়েছে। ডেটিং অ‍্যাপে পরিচয়ের পর বিভিন্ন কাস্টমারকে আকর্ষণীয় ছবি ও ভিডিও পাঠিয়েছেন। মৃত‍্যুর আগে কমলের সঙ্গে শারীরিক মিলন করেছিলেন আদর্শ, তাই বিবস্ত্র ছিলেন।
advertisement
4/6
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, পুলিশ সূত্রে খবর, ২১ তারিখ সাড়ে নটার সময় হোটেলে প্রবেশ করে তিনজন। তারপর একটি ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার করেন। রাত দুটো নাগাদ ধ্রুব মিত্র এবং কামাল সাহা হোটেল থেকে বেরিয়ে যায়। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দেখে বোঝা যায় তিনজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, পুলিশ সূত্রে খবর, ২১ তারিখ সাড়ে নটার সময় হোটেলে প্রবেশ করে তিনজন। তারপর একটি ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার করেন। রাত দুটো নাগাদ ধ্রুব মিত্র এবং কামাল সাহা হোটেল থেকে বেরিয়ে যায়। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দেখে বোঝা যায় তিনজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল।
advertisement
5/6
কামাল সাহার বাড়ি ব্যারাকপুরে, আর ধ্রুব মিত্রের বাড়ি নদিয়ায়। দমদমে দু’জন লিভ ইনে থাকত। আদর্শের দুটো ফোন এবং মানিব্যাগ নিয়ে অ্যাপ বাইকে করে উল্টোডাঙ্গা চলে যান। সেখান থেকে আদর্শের আকাউন্ট থেকে ৭ হাজার টাকা তোলেন অভিযুক্তরা।
কামাল সাহার বাড়ি ব্যারাকপুরে, আর ধ্রুব মিত্রের বাড়ি নদিয়ায়। দমদমে দু’জন লিভ ইনে থাকত। আদর্শের দুটো ফোন এবং মানিব্যাগ নিয়ে অ্যাপ বাইকে করে উল্টোডাঙ্গা চলে যান। সেখান থেকে আদর্শের আকাউন্ট থেকে ৭ হাজার টাকা তোলেন অভিযুক্তরা।
advertisement
6/6
আদর্শের সঙ্গে কামালের পরিচয় হয়েছিল ডেটিং অ্যাপে দু'জনের আধার কার্ড দেওয়া হয়েছিল। অভিযুক্তদের বয়ান অনুযায়ী ২০ তারিখ ডেটিং অ্যাপে যোগাযোগ হয়। ২১ তারিখ দেখা করেন তাঁরা।
আদর্শের সঙ্গে কামালের পরিচয় হয়েছিল ডেটিং অ্যাপে দু'জনের আধার কার্ড দেওয়া হয়েছিল। অভিযুক্তদের বয়ান অনুযায়ী ২০ তারিখ ডেটিং অ্যাপে যোগাযোগ হয়। ২১ তারিখ দেখা করেন তাঁরা।
advertisement
advertisement
advertisement