Kapil Sibal: 'যা ইচ্ছে, নির্দেশ দিচ্ছে', সুপ্রিম কোর্টে বড় অভিযোগ কপিল সিব্বলের! তাতেই মোড় ঘুরে গেল মামলার, বিরাট স্বস্তি রাজ্যের
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Kapil Sibal: শুক্রবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেন, ''কলকাতা হাইকোর্ট তো সর্বোচ্চ আদালতের কোনও রায়ই মানছে না। যা ইচ্ছা নির্দেশ দিচ্ছে।''
ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিক‍্যাল এন্ট্রান্স নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। জয়েন্ট এন্ট্রান্স মেডিক্য়াল পরীক্ষায় অন্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি পরীক্ষার্থীদের জন্য নতুন প্যানেল তৈরি করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়েই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এর ফলে কিছুটা কাটল ওবিসি জটও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
২০১০ সালের পর রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরপরই যাবতীয় জট শুরু হয়। ২০২৪ সালে জয়েন্ট এন্ট্রান্স (মেডিক্যাল-স্নাতকোত্তর) পরীক্ষায় ওবিসি পরীক্ষার্থীদের নিয়ে নতুন প্যানেল তৈরি করতে বলেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চ। ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই নতুন মেধাতালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়। ২০১০ সালের পরে ওবিসি শংসাপত্র হয়েছে, এমন পরীক্ষার্থীরা কাউন্সেলিংয়ে সুযোগ পাবেন না বলেই জানানো হয়। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলাতেই এবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।