অবশেষে খুলল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ, মানতেই হবে শর্তগুলি...
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Kalighat Temple: খুলল কালিঘাট মন্দিরের গর্ভগৃহ। প্রথমদিনেই ভক্তদের উপচে পড়া ভিড়।
আজ থেকে খুলে গেল কালীঘাট মন্দিরের গর্ভগৃহে। করোনা বিধি মেনে সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত মন্দিরের গর্ভ গৃহ খোলা থাকবে। ভক্তরা ফুল মিষ্টি দিয়েই এবার পুজো দিতে পারবে। বিকেলও চারটে থেকে সাতটা পর্যন্ত খোলা থাকবে মন্দির।
advertisement
গত ২২ জুন কালীঘাট মন্দির খুলে দেওয়া হয়েছিল। তবে গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ ছিল। এবার সেই বাধা উঠল।
advertisement
মন্দিরে ঢোকা নিয়ে শর্তও রয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, একবারে গর্ভগৃহে ১০ জনের বেশি প্রবেশ করতে পারবে না।
advertisement