ভক্তকুলের জন্য সুখবর! দুর্গাপুজোর প্রাক্কালে খুলে যাচ্ছে কালীঘাটের মন্দিরের গর্ভগৃহ
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
দীর্ঘ প্রতীক্ষার পর ভক্তকুলের জন্য খুলে দেয়া হচ্ছে কালীঘাটের কালী মন্দিরের মায়ের গর্ভগৃহ।
advertisement
advertisement
advertisement
কালীঘাটের মন্দির কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় গর্ভগৃহ খুললেও একসঙ্গে দশ জনের বেশি ভক্ত একসঙ্গে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না। তবে মায়ের দর্শনের ক্ষেত্রে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। এতো দিন সন্ধ্যে বেলা মন্দির খোলা থাকতো ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। সেই সময় এখন থেকে দুই ঘণ্টা বাড়িয়ে রাত ১১ টা পর্যন্ত করা হয়েছে।
advertisement
দুর্গাপুজোর প্রাক্কালে কালীঘাটের মন্দিরের গর্ভগৃহ খুলে যাওয়ার খবরে উচ্ছ্বসিত সাধারণ ভক্তরা। কালীঘাট মন্দিরে প্রতিদিন লক্ষ ভক্তের সমাহার ঘটে। করোনা পরিস্থিতির জন্য মায়ের পুজো দেওয়ার ক্ষেত্রেও অনেক বিধিনিষেধ এতো দিন ছিল। তবে গর্ভগৃহ খোলার খবরে আপাতত সেইসব বিধি নিষেধে মন খারাপ দূরে সরিয়ে রেখে খুশিতে ডগমগ আপামর বাঙালি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রাক্কালে মায়ের গর্ভগৃহ খুলে দেওয়ার খবর নিঃসন্দেহে ভক্ত কুলের জন্য একাধারে সুখের ও অন্য দিকে স্বস্তির।