Indian Railways: রেলযাত্রীদের জন্য বড় সুখবর...! পুজোর মুখেই জোড়ায় জোড়ায় ট্রেন! কোন কোন রুটে? দেখুন চমকে দেওয়া সময়সূচি
- Published by:Sanjukta Sarkar
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: দীর্ঘদিনের চাহিদা পূরণ রেল মন্ত্রকের! রেলযাত্রীদের জন্য বড় সুখবর। এবার আজিমগঞ্জ–কাশিমবাজার এবং আজিমগঞ্জ–কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে চারটি নতুন MEMU যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করতে চলেছে পূর্বরেল। রেল সূত্রে খবর আগামী ৪ অক্টোবর ২০২৪ থেকেই এই পরিষেবা চালু হতে চলেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
03014 আজিমগঞ্জ – কাশিমবাজার MEMU যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে রাত ৮:২৫ টায় রওনা দেবে এবং কাশিমবাজার পৌঁছাবে ৮:৪৫ টায়। 03013 কাশিমবাজার – আজিমগঞ্জ MEMU যাত্রীবাহী ট্রেন কাশিমবাজার থেকে রাত ৯:০০ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছবে ৯:২০ টায়। মুর্শিদাবাদে ট্রেনটি উভয় পথে থামবে (আগমণ: রাত ৮:৩৬ ঘন্টায় , প্রস্থান: রাত ৮:৩৭ ঘন্টায় ও আগমণ: রাত ৯:০৭ ঘন্টায় , প্রস্থান: রাত ৯:০৮ ঘন্টায় ) ।
advertisement
03016 আজিমগঞ্জ – কাশিমবাজার MEMU যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে রাত ৯:১০ টায় রওনা দিয়ে কাশিমবাজার পৌঁছাবে ৯:৩০ টায়। 03015 কাশিমবাজার – আজিমগঞ্জ MEMU যাত্রীবাহী ট্রেন কাশিমবাজার থেকে রাত ৯:৪৫ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছাবে রাত ১০:০৫ টায়। মুর্শিদাবাদে ট্রেনটি উভয় পথে থামবে (আগমণ: রাত ৯:২১ ঘন্টায়, প্রস্থান: রাত ৯:২২ ঘন্টায় ও আগমণ: রাত ৯:৫২ ঘন্টায়, প্রস্থান: রাত ৯:৫৩ ঘন্টায়)।
advertisement
advertisement