Indian Railways: শিয়ালদহ ডিভিশনে বড় সিদ্ধান্ত, যাত্রীদের সুবিধার জন্য যা করল আরপিএফ, এবার থেকে আর হবে এই সব অসুবিধা
- Published by:Debalina Datta
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: কড়া নজরদারি, যাত্রী সুরক্ষায় জোর RPF এর
শিয়ালদহ ডিভিশনে যাত্রী সুরক্ষায় জোর রেল রক্ষী বাহিনীর। Sr.DSC শ্রী এম.কে. সিং-এর নেতৃত্বে এবং শিয়ালদহ-এর Divisional Railway Manager শ্রী রাজীব সাক্সেনা-এর নির্দেশনায়, রেলওয়ে প্রোটেকশন ফোর্স/ RPF শিয়ালদহ বিভাগ গত সপ্তাহে যাত্রী নিরাপত্তা ও সুরক্ষার প্রতি নজর রেখে একাধিক নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
advertisement
তাদের অক্লান্ত প্রচেষ্টার ফলে অসংখ্য হারানো মূল্যবান সামগ্রী সফলভাবে উদ্ধার ও ফেরত দেওয়া হয়েছে এবং একটি বড় মাদকদ্রব্য মামলায় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। "অপারেশন আমানত"-র ধারাবাহিক সফলতায়, আরপিএফ কর্মীরা ৪টি ঘটনায় হারিয়ে যাওয়া জিনিসপত্র পুনরুদ্ধার করে যাত্রীদের কাছে ফিরিয়ে দিয়েছেন।
advertisement
advertisement
এই দ্রুত পদক্ষেপগুলি নিশ্চিত করেছে যে যেসব যাত্রী অসাবধানতাবশত তাদের জিনিসপত্র ফেলে গিয়েছিলেন, তারা তাদের মূল্যবান সম্পত্তি ফিরে পেয়েছেন।এছাড়াও একটি বড় অভিযানে, আরপিএফ এবং সিআইবি শিয়ালদহ দল, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কলকাতা-এর সঙ্গে সমন্বয় করে, আব্বাস আজমেরি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
advertisement
advertisement