Dekho Apna Desh: পুণ্যার্থীদের জন্য সুবর্ণসুযোগ! একই ট্রেনে উত্তর ভারতের তীর্থস্থান ভ্রমণের ব্যবস্থা! জানুন বিশদে

Last Updated:
IRCTC Dekho Apna Desh Scheme: এই ট্রেনে হরিদ্বার, ঋষিকেশ, বৈষ্ণোদেবী মন্দির, স্বর্ণ মন্দির, ওয়াঘা সীমান্ত, তাজমহল, মথুরা, বৃন্দাবন ও অযোধ্যা দেখতে পাবেন তীর্থযাত্রীরা
1/6
তীর্থযাত্রীদের জন্য আবারও স্পেশাল ট্রেনে ভ্রমণের সুযোগ। উত্তর ভারতের জন্য স্পেশাল ট্রেন ছাড়ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড বা আইআরসিটিসি। "দেখো আপনে দেশ" ও "এক ভারত, শ্রেষ্ঠ ভারত" কর্মসূচির অঙ্গ হিসেবে এই ট্রেন যাতায়াত করবে। (প্রতিবেদন : রাকেশ মাইতি)
তীর্থযাত্রীদের জন্য আবারও স্পেশাল ট্রেনে ভ্রমণের সুযোগ। উত্তর ভারতের জন্য স্পেশাল ট্রেন ছাড়ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড বা আইআরসিটিসি। "দেখো আপনে দেশ" ও "এক ভারত, শ্রেষ্ঠ ভারত" কর্মসূচির অঙ্গ হিসেবে এই ট্রেন যাতায়াত করবে। (প্রতিবেদন : রাকেশ মাইতি)
advertisement
2/6
তীর্থযাত্রীদের নিয়ে এই ট্রেনটি যাত্রা করবে। এই ট্রেনে হরিদ্বার, ঋষিকেশ, বৈষ্ণোদেবী মন্দির, স্বর্ণ মন্দির, ওয়াঘা সীমান্ত, তাজমহল, মথুরা, বৃন্দাবন ও অযোধ্যা দেখতে পাবেন তীর্থযাত্রীরা। ট্রেনে তীর্থযাত্রীদের এই প্যাকেজে থাকছে দশ রাত্রি ও এগারো দিনের প্যাকেজ। আগামী ১১ অগাস্ট কলকাতা স্টেশন থেকে ছাড়বে। উল্লেখ্য স্থান ঘুরে ২১ অগাস্ট ফিরবে কলকাতায়।
তীর্থযাত্রীদের নিয়ে এই ট্রেনটি যাত্রা করবে। এই ট্রেনে হরিদ্বার, ঋষিকেশ, বৈষ্ণোদেবী মন্দির, স্বর্ণ মন্দির, ওয়াঘা সীমান্ত, তাজমহল, মথুরা, বৃন্দাবন ও অযোধ্যা দেখতে পাবেন তীর্থযাত্রীরা। ট্রেনে তীর্থযাত্রীদের এই প্যাকেজে থাকছে দশ রাত্রি ও এগারো দিনের প্যাকেজ। আগামী ১১ অগাস্ট কলকাতা স্টেশন থেকে ছাড়বে। উল্লেখ্য স্থান ঘুরে ২১ অগাস্ট ফিরবে কলকাতায়।
advertisement
3/6
হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান আইআরসিটিসির ট্যুরিজম বিভাগের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার আনোয়ারুল করিম। আইআরসিটিসির তরফে আরও জানানো হয়, যাত্রীদের জন্য এই ট্রেনটিতে তিনটি শ্রেণী থাকবে।
হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান আইআরসিটিসির ট্যুরিজম বিভাগের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার আনোয়ারুল করিম। আইআরসিটিসির তরফে আরও জানানো হয়, যাত্রীদের জন্য এই ট্রেনটিতে তিনটি শ্রেণী থাকবে।
advertisement
4/6
এগুলি হল ইকোনমিক ক্লাস, বাতানুকূল সুবিধাযুক্ত স্ট্যান্ডার্ড ও কমফোর্ট শ্রেণী। ইকোনমিক ক্লাসের জন্য ভাড়া ১৭,৭০০ টাকা। বাতানুকূল সুবিধাযুক্ত স্ট্যান্ডার্ডে জন্য ২৭,৪০০ টাকা। ও কমফর্ট শ্রেণীর জন্য ৩০,৩০০ টাকা ভাড়া ধার্য করা হয়েছে।
এগুলি হল ইকোনমিক ক্লাস, বাতানুকূল সুবিধাযুক্ত স্ট্যান্ডার্ড ও কমফোর্ট শ্রেণী। ইকোনমিক ক্লাসের জন্য ভাড়া ১৭,৭০০ টাকা। বাতানুকূল সুবিধাযুক্ত স্ট্যান্ডার্ডে জন্য ২৭,৪০০ টাকা। ও কমফর্ট শ্রেণীর জন্য ৩০,৩০০ টাকা ভাড়া ধার্য করা হয়েছে।
advertisement
5/6
কলকাতা স্টেশন থেকে ট্রেনটি রওনা হয়ে আন্দুল, মেচেদা, খড়্গপুর, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রাঁচি, বোকারো স্টিল সিটি, ধানবাদ, হাজারিবাগ রোড, কোডার্মা, গয়া, সাসারাম ও দীনদয়াল উপাধ্যায় স্টেশনে দাঁড়াবে ট্রেনটি।
কলকাতা স্টেশন থেকে ট্রেনটি রওনা হয়ে আন্দুল, মেচেদা, খড়্গপুর, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রাঁচি, বোকারো স্টিল সিটি, ধানবাদ, হাজারিবাগ রোড, কোডার্মা, গয়া, সাসারাম ও দীনদয়াল উপাধ্যায় স্টেশনে দাঁড়াবে ট্রেনটি।
advertisement
6/6
এই ট্রেনটিতে তীর্থযাত্রী ছাড়া অন্য কেউ উঠতে পারবেন না বলে জানানো হয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড বা আইআরসিটিসির তরফ থেকে।
এই ট্রেনটিতে তীর্থযাত্রী ছাড়া অন্য কেউ উঠতে পারবেন না বলে জানানো হয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড বা আইআরসিটিসির তরফ থেকে।
advertisement
advertisement
advertisement