Indian Railways: রেল স্টেশন হোক বা ট্রেনের ভিতরে, আর তোলা যাবে না ছবি-ভিডিও! নির্দেশ ভারতীয় রেলের, তুললেই হাতকড়া! কারণ শুনে চমকে উঠবেন

Last Updated:
Indian Railways: ধরা পড়লে RPF আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এমনকি, প্রয়োজনে তুলে দেওয়া হতে পারে GRP-র হাতে।
1/7
পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার হয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা। আর সেই ঘটনার পরে এবার সতর্ক ভারতীয় রেল।
পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার হয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা। আর সেই ঘটনার পরে এবার সতর্ক ভারতীয় রেল।
advertisement
2/7
এবার থেকে রেলের পরিসরে তোলা যাবে না ছবি, করা যাবে না ভিডিও। প্রতিটি জোনকেই নির্দেশ দিয়ে জানিয়ে দিল রেল মন্ত্রক। নজরদারির জন্য RPF-কে সতর্ক থাকার নির্দেশ।
এবার থেকে রেলের পরিসরে তোলা যাবে না ছবি, করা যাবে না ভিডিও। প্রতিটি জোনকেই নির্দেশ দিয়ে জানিয়ে দিল রেল মন্ত্রক। নজরদারির জন্য RPF-কে সতর্ক থাকার নির্দেশ।
advertisement
3/7
ধরা পড়লে RPF আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এমনকি, প্রয়োজনে তুলে দেওয়া হতে পারে GRP-র হাতে। নজর এড়িয়ে কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারে, এই আশঙ্কা থাকায় সামাজিক মাধ্যমেও চলবে নজরদারি।
ধরা পড়লে RPF আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এমনকি, প্রয়োজনে তুলে দেওয়া হতে পারে GRP-র হাতে। নজর এড়িয়ে কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারে, এই আশঙ্কা থাকায় সামাজিক মাধ্যমেও চলবে নজরদারি।
advertisement
4/7
আপলোড করার পর চিহ্নিত করা গেলেও নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। শুধুমাত্র সংবাদমাধ্যম প্রয়োজনীয় অনুমতি নিয়ে ছবি বা ভিডিও করতে পারবে রেলের অংশে।
আপলোড করার পর চিহ্নিত করা গেলেও নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। শুধুমাত্র সংবাদমাধ্যম প্রয়োজনীয় অনুমতি নিয়ে ছবি বা ভিডিও করতে পারবে রেলের অংশে।
advertisement
5/7
দেশ থেকে পাকিস্তানে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রাকে। এবার তাঁর বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ করলেন এক স্কটিশ ইউটিউবার।
দেশ থেকে পাকিস্তানে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রাকে। এবার তাঁর বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ করলেন এক স্কটিশ ইউটিউবার।
advertisement
6/7
সম্প্রতি এক স্কটিশ ইউটিউবারের পোস্ট করা ভিডিওতে চাঞ্চল্যকর বিষয়টি উঠে এসেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ছ’জন একে-৪৭ নিয়ে পাহারা দিচ্ছেন জ্যোতিকে। এতেই দানা বেঁধেছে রহস্য।
সম্প্রতি এক স্কটিশ ইউটিউবারের পোস্ট করা ভিডিওতে চাঞ্চল্যকর বিষয়টি উঠে এসেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ছ’জন একে-৪৭ নিয়ে পাহারা দিচ্ছেন জ্যোতিকে। এতেই দানা বেঁধেছে রহস্য।
advertisement
7/7
কী কারণে জ্যোতিকে একে ৪৭ হাতে ৬ জনকে পাহারা দিতে হত? পাকিস্তানে গিয়ে কী এমন কাজ করতেন জ্যোতি? কাদের সঙ্গে দেখা করতেন যে, তাঁকে এতটা কড়া পাহারায় রাখার ব্যবস্থা করা হয়েছিল? স্কটিশ ইউটিউবারের ভিডিও ভাইরাল হতেই এই প্রশ্নগুলি ভাবাচ্ছে তদন্তকারীদের।
কী কারণে জ্যোতিকে একে ৪৭ হাতে ৬ জনকে পাহারা দিতে হত? পাকিস্তানে গিয়ে কী এমন কাজ করতেন জ্যোতি? কাদের সঙ্গে দেখা করতেন যে, তাঁকে এতটা কড়া পাহারায় রাখার ব্যবস্থা করা হয়েছিল? স্কটিশ ইউটিউবারের ভিডিও ভাইরাল হতেই এই প্রশ্নগুলি ভাবাচ্ছে তদন্তকারীদের।
advertisement
advertisement
advertisement