Rail: বিরাট খবর! রেলের টিকিট কাটতে আর কখনই দাঁড়াতে হবে না কাউন্টারের সামনে! কী জানাল রেল?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Rail: ভারতীয় রেলের নতুন এই পদ্ধতিতে ট্রেনের যাত্রীরা ইউটিএস অ্যাপের সাহায্যে অসংরক্ষিত আসনের জন্য তাঁদের টিকিট বুকিং করতে পারবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*সর্বোপরি যাত্রীদের জন্য প্রত্যেকটি স্টেশনে পর্যাপ্ত পরিমাণে টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাটার পদ্ধতি সম্পূর্ণই অফলাইন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "এই সমস্ত টিকিটিং ব্যবস্থায় যাত্রীদের মধ্যে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। আশা রাখি ভবিষ্যতে আরও বেশি সংখ্যক যাত্রী আরও বেশি ঝামেলাবিহীন টিকিটিং ব্যবস্থা গ্রহণ করতে পারেন।" সংগৃহীত ছবি।
advertisement
*বর্তমানে পূর্ব রেলওয়েতে মোট এটিভিএম-এর সংখ্যা ৫৭৪টি। হাওড়া ডিভিশন (১৭৫), শিয়ালদহ ডিভিশন (২৯০), আসানসোল ডিভিশন (৭৬) ও মালদহ ডিভিশন (৩৩)। পূর্ব রেলের সমস্ত ইউটিএস কাউন্টারে UPI ভিত্তিক পেমেন্ট চালু আছে। পূর্ব রেলওয়েতে মোট UTS Counter-র সংখ্যা ৯৪৯। হাওড়া (৩২৪), শিয়ালদহ (৩৮৫), আসানসোল (১৩০) ও মালদহ ডিভিশন (১১০)। সংগৃহীত ছবি।