Barasat-Bangaon New Train Timetable: রাত পোহালেই বনগাঁ-বারাসত শাখায় ৫ নতুন ট্রেন, লক্ষ লক্ষ যাত্রীদের জন্য বিরাট সুখবর! কোন স্টেশনে কখন টাইম? রইল নয়া সময়সূচি
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Shubhagata Dey
Last Updated:
Barasat-Bangaon New Train Timetable: শিয়ালদহ বনগাঁ শাখা হল ভিড়ের ক্ষেত্রে রেকর্ড করা সেকশন। বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টের মধ্যে পাঁচটি নতুন ট্রেন চালু হবে। আগামিকাল বৃহস্পতিবার থেকেই লোকালগুলি চলবে।
*সেক্টর ফাইভগামী অফিসযাত্রীদের কথা ভেবে বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টের মধ্যে পাঁচটি নতুন ট্রেন চালু করার কথা ঘোষণা করেছে পূর্ব রেল। বৃহস্পতিবার থেকেই ওই লোকালগুলি চলবে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে জানা গিয়েছে, মুম্বই সেন্ট্রাল রেলে লোকাল ট্রেনে ভিড়ের চাপে যাত্রীদের লাইনে ছিটকে পড়ে মারা যাওয়ার ঘটনার পরে সতর্ক করেছে রেল। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
*তৃতীয় বারাসত-দমদম ক্যান্টনমেন্ট লোকাল ছাড়বে বিকেল ৫ঃ৩৭ মিনিটে বারাসত থেকে, ক্যান্টনমেন্ট পৌঁছবে সন্ধ্যা ৬ঃ০০টায়। চতুর্থ দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁ লোকাল ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে সন্ধ্যা ৬ঃ২৬ মিনিটে। বনগাঁ পৌঁছবে রাত ৮ঃ১০ মিনিটে। পঞ্চম বনগাঁ-বারাসত লোকাল বনগাঁ থেকে ছাড়বে রাত ৮ঃ২০ মিনিটে। বারাসত পৌঁছবে রাত ৯ঃ২৫ মিনিটে। ফাইল ছবি।
advertisement
*রেলের দাবি, বিমানবন্দর রুটের মেট্রো ও পূর্ব রেলের সংযোগস্থল হিসাবে নতুন ‘ট্রান্সপোর্টেশন হাব’ হয়ে উঠবে ওই স্টেশন। তাই আগেভাগেই প্রস্তুতি সেরে রাখতে ওই স্টেশনকে আরও ‘দামি’ করে তুলছে পূর্ব রেল। তারই অংশ হিসাবে আগামী বৃহস্পতিবার থেকেই বনগাঁ শাখায় পাঁচটি নতুন লোকাল ট্রেন চালু করা হচ্ছে, যার প্রান্তিক স্টেশন হবে দমদম ক্যান্টনমেন্ট। ফাইল ছবি।
advertisement
*ইইতিমধ্যেই শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখায় ৫ লোকালের সংখ্যা বাড়ানো হয়েছে। বালিগঞ্জ রেল স্টেশনকে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে সেখান থেকেও আগামীদিনে বাড়বে ট্রেনের সংখ্যা। ডিআরএম শিয়ালদহ জানিয়েছেন, যাত্রী সংখ্যার নিরীখে ট্রেন বাড়ানো হবে। এমনিতেই নয় বগির বদলে ১২ বগির রেল চলাচল শুরু হয়েছে শিয়ালদহ ডিভিশনে। সময় মেনে ট্রেন চালানোই আপাতত লক্ষ্য রেলের। ফাইল ছবি।









