Cyclonic Circulation | IMD Weather update: বড়দিনে কী খেল দেখাবে ঘূর্ণাবর্ত? রবিবার সকালেই জমাট কুয়াশা, মেঘলা আকাশ! বৃষ্টি হবে?
- Published by:Satabdi Adhikary
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
সকালে কুয়াশা; রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাড়িয়ে গেল ১৭ ডিগ্রি। স্বাভাবিকের উপরে দিন ও রাতের তাপমাত্রা। রাজ্যে আগামী কয়েক দিন তাপমাত্রা এমনই থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
একদিকে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত। আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। অন্যদিকে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব। এই দুই সিস্টেমের ফলে শীতের স্পেলে সাময়িক বিরতি বাংলায়। আগামী ২৪ ঘণ্টায় সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বড়দিনে কেমন থাকছে কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার ওয়েদার?
advertisement
সকালে কুয়াশা; রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাড়িয়ে গেল ১৭ ডিগ্রি। স্বাভাবিকের উপরে দিন ও রাতের তাপমাত্রা। রাজ্যে আগামী কয়েক দিন তাপমাত্রা এমনই থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রাত পোহালেই ২৫ ডিসেম্বর। বড়দিনের ভোরে কুয়াশা এবং সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও।
advertisement
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট। কুয়াশা কেটে গেলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। এর ফলে পুবালি হাওয়ার দাপট বাড়ছে। কমবে উত্তর পশ্চিমি শীতল হাওয়ার প্রভাব। আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ। আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
কলকাতায় পারদ ঊর্ধ্বমুখী। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৩ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
কলকাতায় পারদ ঊর্ধ্বমুখী। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৩ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
উত্তরবঙ্গে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সিকিমে। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়।
advertisement
advertisement
উত্তর-পশ্চিম ভারতে কুয়াশায় দৃশ্যমানতা অনেকটাই কম। পাঞ্জাব হরিয়ানা ও উত্তরপ্রদেশে বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। পাঞ্জাব চন্ডিগড় হরিয়ানা দিল্লিতে পারদ ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরপ্রদেশ থেকে ঝাড়খন্ড পর্যন্ত ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে।
advertisement
ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা, পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশে। আজও কাল ঘন কুয়াশা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারে। আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা উত্তর -পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকবে। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় ওড়িশা ঝাড়খন্ডে তাপমাত্রা ৬ ডিগ্রি থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তর-পশ্চিম ভারতে আগামী ২৪ ঘন্টায় ২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। ডিসেম্বরের বাকি দিনগুলোতে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের তাপমাত্রা ২ ডিগ্রী বেড়ে যাবে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে ও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে ডিসেম্বরের 30 তারিখের মধ্যে।
advertisement