IMD Weather Update: সাগরে ফের নিম্নচাপের কালো মেঘ! শনিবার পর্যন্ত তুমুল বৃষ্টি, ভাসতে চলেছে এইসব জেলা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
IMD Weather Forecast West Bengal : বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘনিয়ে উঠেছে আরেক ঘূর্ণাবর্ত৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তা নিম্নচাপে পরিণত হবে৷ ফলে মঙ্গলবার থেকেই দুর্যোগের মুখে পড়তে চলেছে গোটা পশ্চিমবঙ্গ৷
গত কয়েকদিনের টানা বৃ্ষ্টির পরে খানিকটা হলেও ধরেছিল আকাশ৷ সবে সবে একটা নিম্নচাপের ধাক্কা সামলে উঠছিল দক্ষিণবঙ্গ৷ কিন্তু, আর স্বস্তির কথা শোনাতে পারল না আবহাওয়া দফতর৷ সূত্রের খবর, বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘনিয়ে উঠেছে আরেক ঘূর্ণাবর্ত৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তা নিম্নচাপে পরিণত হবে৷ ফলে মঙ্গলবার থেকেই দুর্যোগের মুখে পড়তে চলেছে গোটা পশ্চিমবঙ্গ৷
advertisement
advertisement
advertisement
advertisement
দক্ষিণবঙ্গের পাশাপাশি, আগামী ক’দিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ সোমবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিঙ, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে৷ বুধবারের পরে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে৷ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা৷
advertisement