IMD Weather Update: সাগরে ফের নিম্নচাপের কালো মেঘ! শনিবার পর্যন্ত তুমুল বৃষ্টি, ভাসতে চলেছে এইসব জেলা

Last Updated:
IMD Weather Forecast West Bengal : বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘনিয়ে উঠেছে আরেক ঘূর্ণাবর্ত৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তা নিম্নচাপে পরিণত হবে৷ ফলে মঙ্গলবার থেকেই দুর্যোগের মুখে পড়তে চলেছে গোটা পশ্চিমবঙ্গ৷
1/6
গত কয়েকদিনের টানা বৃ্ষ্টির পরে খানিকটা হলেও ধরেছিল আকাশ৷ সবে সবে একটা নিম্নচাপের ধাক্কা সামলে উঠছিল দক্ষিণবঙ্গ৷ কিন্তু, আর স্বস্তির কথা শোনাতে পারল না আবহাওয়া দফতর৷ সূত্রের খবর, বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘনিয়ে উঠেছে আরেক ঘূর্ণাবর্ত৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তা নিম্নচাপে পরিণত হবে৷ ফলে মঙ্গলবার থেকেই দুর্যোগের মুখে পড়তে চলেছে গোটা পশ্চিমবঙ্গ৷
গত কয়েকদিনের টানা বৃ্ষ্টির পরে খানিকটা হলেও ধরেছিল আকাশ৷ সবে সবে একটা নিম্নচাপের ধাক্কা সামলে উঠছিল দক্ষিণবঙ্গ৷ কিন্তু, আর স্বস্তির কথা শোনাতে পারল না আবহাওয়া দফতর৷ সূত্রের খবর, বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘনিয়ে উঠেছে আরেক ঘূর্ণাবর্ত৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তা নিম্নচাপে পরিণত হবে৷ ফলে মঙ্গলবার থেকেই দুর্যোগের মুখে পড়তে চলেছে গোটা পশ্চিমবঙ্গ৷
advertisement
2/6
আবহাওয়া দফতরের পূর্বাভাস অবশ্য ছিলই যে, সোমবার থেকেই আকাশের মুখ ফের ভার হতে পারে৷ সেই সম্ভাবনাই সত্যি হল৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকেই ভারী বৃষ্টি শুরু হতে চলেছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অবশ্য ছিলই যে, সোমবার থেকেই আকাশের মুখ ফের ভার হতে পারে৷ সেই সম্ভাবনাই সত্যি হল৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকেই ভারী বৃষ্টি শুরু হতে চলেছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়৷
advertisement
3/6
সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর এবং হাওড়া জেলায়৷ এছাড়া, বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে৷
সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর এবং হাওড়া জেলায়৷ এছাড়া, বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে৷
advertisement
4/6
একই সঙ্গে মঙ্গল ও বুধবার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা কমতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও দুই ২৪ পরগনায়৷
একই সঙ্গে মঙ্গল ও বুধবার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা কমতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও দুই ২৪ পরগনায়৷
advertisement
5/6
দক্ষিণবঙ্গের পাশাপাশি, আগামী ক’দিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ সোমবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিঙ, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে৷ বুধবারের পরে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে৷ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা৷
দক্ষিণবঙ্গের পাশাপাশি, আগামী ক’দিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ সোমবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিঙ, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে৷ বুধবারের পরে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে৷ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা৷
advertisement
6/6
তবে এই বৃষ্টির কারণ একমাত্র বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নয়। আবহবিদেরা জানিয়েছেন, একটি নিম্নচাপ অক্ষরেখাও গিয়েছে বাংলার উপর দিয়ে। দিঘা থেকে ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ পর্যন্ত বিস্তৃত সেই নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের মিলিত প্রভাবেই গোটা সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সমস্ত জেলায়।
তবে এই বৃষ্টির কারণ একমাত্র বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নয়। আবহবিদেরা জানিয়েছেন, একটি নিম্নচাপ অক্ষরেখাও গিয়েছে বাংলার উপর দিয়ে। দিঘা থেকে ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ পর্যন্ত বিস্তৃত সেই নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের মিলিত প্রভাবেই গোটা সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সমস্ত জেলায়।
advertisement
advertisement
advertisement