IMD Weather Alert || পাগলের মতো হাওয়ার দাপট, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, কখন হবে তুলকালাম
- Published by:Debalina Datta
Last Updated:
IMD Weather Alert: বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১৭ মার্চ এবং ওড়িশায় ১৮ মার্চ বৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
আজ শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা৷ আকাশে জারি মেঘ-রোদের খেলা৷ বিকেল থেকেই কলকাতায় ঝাঁপিয়ে নামবে কালবৈশাখী৷ ঝড়ে তছনছ হবে দৈনন্দিনের রোজনামচা৷ কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে আপেক্ষিক আর্দ্রতার জন্য ফিল লাইক তাপমাত্রা হবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
যদিও আবহাওয়া বিভাগ ১৭ মার্চ মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ের অনেক জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনার অ্যালার্ট জারি করেছে৷ ১৮ মার্চ ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি দক্ষিণ উপদ্বীপের ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকে ১৬ থেকে ১৯ মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ শক্তিশালী বাতাসের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
advertisement
আইএমডি অনুসারে, ১৭ মার্চ তেলেঙ্গানার কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৮ মার্চ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ১৬ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রবল ঝোড়ো বাতাস বইবে সঙ্গে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও জারি করেছে৷
advertisement
বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১৭ মার্চ এবং ওড়িশায় ১৮ মার্চ বৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আইএমডি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাঁচি ও চেরাপুঞ্জিতে ২ সেমিতে এর চেয়ে বেশি বৃষ্টি হয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, ছত্তিশগড়, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রপাত দেখা গেছে। জম্মু ও কাশ্মীর, মারাঠওয়াড়া ও ওড়িশার বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে।