Howrah Bridge: তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কিন্তু হাওড়া ব্রিজের লোহা দিয়েছিল কোন ভারতীয় সংস্থা জানেন? নামটা কিন্তু চমকে দেবে

Last Updated:
Howrah Bridge: এখন যে লোহা দিয়ে কাজ করা হচ্ছে, তা সেই সময় ব্যবহার হয়েছিল। এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ ছিল।
1/6
স্বাস্থ্য পরীক্ষা হবে হাওড়া ব্রিজের। তার জন্য শনিবার রাতে পাঁচ ঘণ্টা সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে ৪টে পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে হাওড়া ব্রিজে। দীর্ঘদিনের এই ব্রিজ সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য আজ জেনে নিন।
স্বাস্থ্য পরীক্ষা হবে হাওড়া ব্রিজের। তার জন্য শনিবার রাতে পাঁচ ঘণ্টা সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে ৪টে পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে হাওড়া ব্রিজে। দীর্ঘদিনের এই ব্রিজ সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য আজ জেনে নিন।
advertisement
2/6
তিরিশ হাজার টন ইস্পাত লেগেছিল হাওড়া ব্রিজ তৈরি করতে। এই ইস্পাত বা লোহা সরবরাহ করেছিল টাটা স্টিল। জামশেদপুর থেকে সেই স্টিল আনা হয়েছিল। সেই লোহা একেবারে আধুনিক। এখন যে লোহা দিয়ে কাজ করা হচ্ছে, তা সেই সময় ব্যবহার হয়েছিল। এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ ছিল।
তিরিশ হাজার টন ইস্পাত লেগেছিল হাওড়া ব্রিজ তৈরি করতে। এই ইস্পাত বা লোহা সরবরাহ করেছিল টাটা স্টিল। জামশেদপুর থেকে সেই স্টিল আনা হয়েছিল। সেই লোহা একেবারে আধুনিক। এখন যে লোহা দিয়ে কাজ করা হচ্ছে, তা সেই সময় ব্যবহার হয়েছিল। এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ ছিল।
advertisement
3/6
হাওড়া সেতু হল ক্যান্টিলিভার সাসপেনশন ব্রিজ। এই ব্রিজ ঝুলে আছে৷ ডেক হ্যাঙ্গার দিয়ে ঝুলে আছে হাওড়া ব্রিজ। আরও আশ্চর্যের বিষয় হল, এই হ্যাঙ্গার গুলো পিন দিয়ে ঝুলে আছে। পিনগুলোই এবার আসলে স্বাস্থ্যপরীক্ষার আসল বিষয়৷ কারণ বহু বছর ধরে ঝুলতে থাকা এই পিন, বয়সজনিত কারণে ক্ষয়ে যেতে পারে।
হাওড়া সেতু হল ক্যান্টিলিভার সাসপেনশন ব্রিজ। এই ব্রিজ ঝুলে আছে৷ ডেক হ্যাঙ্গার দিয়ে ঝুলে আছে হাওড়া ব্রিজ। আরও আশ্চর্যের বিষয় হল, এই হ্যাঙ্গার গুলো পিন দিয়ে ঝুলে আছে। পিনগুলোই এবার আসলে স্বাস্থ্যপরীক্ষার আসল বিষয়৷ কারণ বহু বছর ধরে ঝুলতে থাকা এই পিন, বয়সজনিত কারণে ক্ষয়ে যেতে পারে।
advertisement
4/6
হাওড়া ব্রিজের দুটো হাঁটু আছে। অনেক বড় সেতু এটি৷ তাপমাত্রা বাড়া, কমার প্রেক্ষিতে কাজ করে এই হাঁটু। হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই প্রয়োজন। দীর্ঘ বছর ধরে গাড়ি চলাচল করছে এই ব্রিজ দিয়ে৷ হাওড়া ব্রিজের তলায় ট্রলি লাগিয়ে একবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল, সেটা গত পনেরো বছর আগে।
হাওড়া ব্রিজের দুটো হাঁটু আছে। অনেক বড় সেতু এটি৷ তাপমাত্রা বাড়া, কমার প্রেক্ষিতে কাজ করে এই হাঁটু। হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই প্রয়োজন। দীর্ঘ বছর ধরে গাড়ি চলাচল করছে এই ব্রিজ দিয়ে৷ হাওড়া ব্রিজের তলায় ট্রলি লাগিয়ে একবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল, সেটা গত পনেরো বছর আগে।
advertisement
5/6
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই সেতু বানানো হয়েছিল। ফলে এর স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ স্টাডিজ করা প্রয়োজন আছে। হাওড়া ব্রিজে অসংখ্য জয়েন্ট (স) আছে৷ এগুলোকে বলে রিবিটেড জয়েন্ট৷
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই সেতু বানানো হয়েছিল। ফলে এর স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ স্টাডিজ করা প্রয়োজন আছে। হাওড়া ব্রিজে অসংখ্য জয়েন্ট (স) আছে৷ এগুলোকে বলে রিবিটেড জয়েন্ট৷
advertisement
6/6
হাওড়া ব্রিজে কোনও বোল্ট নেই৷ পিন আছে৷ এগুলো ব্রিজের আকর্ষণীয় বিষয়৷ এখানে মরচে পড়েছে কিনা, বিশেষ করে ভেতরের অংশে, যা বাইরে থেকে বোঝা যাচ্ছে না, ক্রিটিকাল রিবেট স্থান খতিয়ে দেখতে হবে৷ এগুলোকে বদলানো হবে কিনা তা-ও দেখা হবে।
হাওড়া ব্রিজে কোনও বোল্ট নেই৷ পিন আছে৷ এগুলো ব্রিজের আকর্ষণীয় বিষয়৷ এখানে মরচে পড়েছে কিনা, বিশেষ করে ভেতরের অংশে, যা বাইরে থেকে বোঝা যাচ্ছে না, ক্রিটিকাল রিবেট স্থান খতিয়ে দেখতে হবে৷ এগুলোকে বদলানো হবে কিনা তা-ও দেখা হবে।
advertisement
advertisement
advertisement