শহরে শীঘ্রই যাত্রা শুরু করবে হুড খোলা দোতলা বাস, দেখে নিন এর বিলাসবহুল অন্দরমহল

Last Updated:
1/11
• অবশেষে কলকাতায় এসে পৌছল ডাবল ডেকার বাস। প্রায় ১৬ বছর পরে কলকাতায় চলবে শহরের আইকনিক দোতলা বাস। তবে লাল নয় নতুন বাস নীল-সাদা রঙের। বৃহস্পতিবার সকালেই জামশেদপুর থেকে কলকাতায় এল হুডখোলা দোতলা বাস। 
• অবশেষে কলকাতায় এসে পৌছল ডাবল ডেকার বাস। প্রায় ১৬ বছর পরে কলকাতায় চলবে শহরের আইকনিক দোতলা বাস। তবে লাল নয় নতুন বাস নীল-সাদা রঙের। বৃহস্পতিবার সকালেই জামশেদপুর থেকে কলকাতায় এল হুডখোলা দোতলা বাস। 
advertisement
2/11
• নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘কলকাতার যীশু’ কবিতায় উল্লেখ ছিল, ‘...ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট, টেমপো, বাঘমার্কা ডবল-ডেকার।’ তিনি দোতলা বাসে বসে খোলা সিগন্যালে একটি উলঙ্গ শিশুকে বিপজ্জনক ভাবে রাস্তা পেরোতে দেখেছিলেন। সেটাই ছিল কলকাতার যীশুর প্রেক্ষাপট।
• নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘কলকাতার যীশু’ কবিতায় উল্লেখ ছিল, ‘...ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট, টেমপো, বাঘমার্কা ডবল-ডেকার।’ তিনি দোতলা বাসে বসে খোলা সিগন্যালে একটি উলঙ্গ শিশুকে বিপজ্জনক ভাবে রাস্তা পেরোতে দেখেছিলেন। সেটাই ছিল কলকাতার যীশুর প্রেক্ষাপট।
advertisement
3/11
• সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ সিনেমাতেও দেখা মিলেছে এই ডবল ডেকার বাসের। ১৯৭১ সালে মুক্তি পাওয়া মৃণাল সেনের ‘ইন্টারভিউ’ ছবিতেও দেখা গিয়েছিল এই বাঘ ছাপ দোতলা বাসই। হালফিলে বলিউড ছবি ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’-তেও দেখা গিয়েছে কলকাতার ডবল ডেকার। তবে সেই সব বাস আশির দশকের ‘সিএসটিসি’র বাস ৷ এখন সেই সংস্থা নেই। নতুন সংস্থা ডাব্লুবিটিসি চালাবে এই দোতলা বাস।
• সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ সিনেমাতেও দেখা মিলেছে এই ডবল ডেকার বাসের। ১৯৭১ সালে মুক্তি পাওয়া মৃণাল সেনের ‘ইন্টারভিউ’ ছবিতেও দেখা গিয়েছিল এই বাঘ ছাপ দোতলা বাসই। হালফিলে বলিউড ছবি ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’-তেও দেখা গিয়েছে কলকাতার ডবল ডেকার। তবে সেই সব বাস আশির দশকের ‘সিএসটিসি’র বাস ৷ এখন সেই সংস্থা নেই। নতুন সংস্থা ডাব্লুবিটিসি চালাবে এই দোতলা বাস।
advertisement
4/11
• এখন স্মারক হিসাবে একটি দোতলা বাস রয়েছে। কিন্তু এই বাস একেবারে ঝাঁ চকচকে। শহরে ফের দোতলা বাস। শুধু লালের বদলে নীল-সাদা রঙের দোতলা বাসের দৌড় শুরু হবে কিছুদিনের মধ্যেই।
• এখন স্মারক হিসাবে একটি দোতলা বাস রয়েছে। কিন্তু এই বাস একেবারে ঝাঁ চকচকে। শহরে ফের দোতলা বাস। শুধু লালের বদলে নীল-সাদা রঙের দোতলা বাসের দৌড় শুরু হবে কিছুদিনের মধ্যেই।
advertisement
5/11
• ঠিক লন্ডনে যেমনটা দেখা যায়, তেমন এবার এই মহানগরেও দেখা যাবে। কলকাতায় দোতলা বাস ফিরলেও তা দিয়ে প্রতিদিন যাত্রী পরিবহণ করা হবে না। রাজ্য সরকারের লক্ষ্য সাধারণ যাত্রী পরিবহণের বদলে পর্যটনের প্রসার ঘটানো। সেই লক্ষ্য সামনে রেখেই পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম প্রায় ৯০ লক্ষ টাকা খরচ করে দু’টি দোতলা বাস তৈরি করিয়েছে।
• ঠিক লন্ডনে যেমনটা দেখা যায়, তেমন এবার এই মহানগরেও দেখা যাবে। কলকাতায় দোতলা বাস ফিরলেও তা দিয়ে প্রতিদিন যাত্রী পরিবহণ করা হবে না। রাজ্য সরকারের লক্ষ্য সাধারণ যাত্রী পরিবহণের বদলে পর্যটনের প্রসার ঘটানো। সেই লক্ষ্য সামনে রেখেই পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম প্রায় ৯০ লক্ষ টাকা খরচ করে দু’টি দোতলা বাস তৈরি করিয়েছে।
advertisement
6/11
• বাস তৈরি করানো হয়েছে বিশেষজ্ঞ সংস্থা জামশেদপুরের ‘বেবকো বা বিবিকো’কে দিয়ে। বাসটি তৈরি হয়েছে ভারত স্টেজ-৪ গোত্রের। তবে স্টেজ বদলের জন্য নয়া প্রযুক্তি ব্যবহার করা যাবে। আপাতত ৪৫ আসনের দু’টি দোতালা বাস তৈরি হয়েছে। ধাপে ধাপে মোট ১০টি দোতলা বাস নিতে চায় রাজ্য পরিবহন দফতর। তবে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট-এর (সিআইআরটি) ছাড়পত্র এখনও রাজ্য পায়নি। এই ছাড়পত্র না মিললে অবশ্য বাস পথে নামানো যাবে না।
• বাস তৈরি করানো হয়েছে বিশেষজ্ঞ সংস্থা জামশেদপুরের ‘বেবকো বা বিবিকো’কে দিয়ে। বাসটি তৈরি হয়েছে ভারত স্টেজ-৪ গোত্রের। তবে স্টেজ বদলের জন্য নয়া প্রযুক্তি ব্যবহার করা যাবে। আপাতত ৪৫ আসনের দু’টি দোতালা বাস তৈরি হয়েছে। ধাপে ধাপে মোট ১০টি দোতলা বাস নিতে চায় রাজ্য পরিবহন দফতর। তবে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট-এর (সিআইআরটি) ছাড়পত্র এখনও রাজ্য পায়নি। এই ছাড়পত্র না মিললে অবশ্য বাস পথে নামানো যাবে না।
advertisement
7/11
• দু’টি বাসই হুডখোলা বা  ছাদ খোলা থাকবে। বর্ষা বা গরমে ছাদে অস্থায়ী ছাউনি দেওয়া যায় কি না, তা নিয়ে নির্মাণসংস্থার সঙ্গে নিগম-কর্তাদের কথা হয়েছে। এক্ষেত্রে বিশেষ এক ধরণের শিট ব্যবহার করা যাবে। পরিবহণ-কর্তাদের আশা, ২০ মার্চের মধ্যেই কলকাতায় চলে আসবে আরও দু’টি দোতলা বাস। 
• দু’টি বাসই হুডখোলা বা  ছাদ খোলা থাকবে। বর্ষা বা গরমে ছাদে অস্থায়ী ছাউনি দেওয়া যায় কি না, তা নিয়ে নির্মাণসংস্থার সঙ্গে নিগম-কর্তাদের কথা হয়েছে। এক্ষেত্রে বিশেষ এক ধরণের শিট ব্যবহার করা যাবে। পরিবহণ-কর্তাদের আশা, ২০ মার্চের মধ্যেই কলকাতায় চলে আসবে আরও দু’টি দোতলা বাস। 
advertisement
8/11
• বহুদিন ধরেই রাজ্য কলকাতায় আবার দোতলা বাস চালাতে আগ্রহী। অনেকটা লন্ডনের সিটি ট্যুরের ধাঁচে শহরে পর্যটনের ক্ষেত্রে এই বাস ব্যবহারের কথা ভাবা হয়েছিল। এবার এই বাস দিয়ে সেই লক্ষ্য পূরণ হবে বলে মনে করছেন দুই দফতরের আধিকারিকরা। ইতিহাস বলছে, কলকাতার রাস্তায় প্রথম দোতলা বাস চলে ১৯২৬ সালে। পরিবহণের জন্য স্বাধীনতার পর সিএসটিসি নামের সংস্থা তৈরি হয়। তারাই কলকাতার রাস্তায় দোতলা বাস নামায়। ১৯৯০ থেকে এই বাসের সংখ্যা ক্রমশ কমতে থাকে।
• বহুদিন ধরেই রাজ্য কলকাতায় আবার দোতলা বাস চালাতে আগ্রহী। অনেকটা লন্ডনের সিটি ট্যুরের ধাঁচে শহরে পর্যটনের ক্ষেত্রে এই বাস ব্যবহারের কথা ভাবা হয়েছিল। এবার এই বাস দিয়ে সেই লক্ষ্য পূরণ হবে বলে মনে করছেন দুই দফতরের আধিকারিকরা। ইতিহাস বলছে, কলকাতার রাস্তায় প্রথম দোতলা বাস চলে ১৯২৬ সালে। পরিবহণের জন্য স্বাধীনতার পর সিএসটিসি নামের সংস্থা তৈরি হয়। তারাই কলকাতার রাস্তায় দোতলা বাস নামায়। ১৯৯০ থেকে এই বাসের সংখ্যা ক্রমশ কমতে থাকে।
advertisement
9/11
• একটা সময় ব্যরাকপুর, হাওড়া, বেহালা থেকে চলাচল করত এই দোতলা বাস। কিন্তু নানা সমস্যার জন্য ২০০৫-এ দোতলা বাসের রাস্তায় নামা বন্ধ হয়। এখন স্মারক হিসেবে একটি দোতলা বাস রাখা রয়েছে নিউটাউনের ইকো পাকে। তবে সেই বাসের  রং বদলে ফেলা হয়েছে। লাল থেকে নীল-সাদা হয়েছে।
• একটা সময় ব্যরাকপুর, হাওড়া, বেহালা থেকে চলাচল করত এই দোতলা বাস। কিন্তু নানা সমস্যার জন্য ২০০৫-এ দোতলা বাসের রাস্তায় নামা বন্ধ হয়। এখন স্মারক হিসেবে একটি দোতলা বাস রাখা রয়েছে নিউটাউনের ইকো পাকে। তবে সেই বাসের  রং বদলে ফেলা হয়েছে। লাল থেকে নীল-সাদা হয়েছে।
advertisement
10/11
• ডিসেম্বর, জানুয়ারি মাসে বা বিশেষ অনুষ্ঠানে রাজারহাট, নিউটাউনে চালানো হয় এই বাস। নতুন নীল-সাদা বাসে থাকছে সমস্ত আধুনিক ব্যবস্থা। থাকছে বাসের মধ্যে দুটি সিঁড়ি। বাসের সামনে আর পিছনের দুটি দরজার কাছেই এই দু’টি সিঁড়ি আছে তবে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে তা বাসের ভেতরে করা হয়েছে। বাসের মধ্যে থাকছে সিসি ক্যমেরা, প্যানিক বাটন।
• ডিসেম্বর, জানুয়ারি মাসে বা বিশেষ অনুষ্ঠানে রাজারহাট, নিউটাউনে চালানো হয় এই বাস। নতুন নীল-সাদা বাসে থাকছে সমস্ত আধুনিক ব্যবস্থা। থাকছে বাসের মধ্যে দুটি সিঁড়ি। বাসের সামনে আর পিছনের দুটি দরজার কাছেই এই দু’টি সিঁড়ি আছে তবে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে তা বাসের ভেতরে করা হয়েছে। বাসের মধ্যে থাকছে সিসি ক্যমেরা, প্যানিক বাটন।
advertisement
11/11
• মোট আসন রয়েছে ৫১টি। দোতলা অংশ ঘিরে রাখা আছে স্বচ্ছ ফাইবার গ্লাস দিয়ে। পুরনো স্মৃতি আবারও এই নতুন বাসের হাত ধরে ফিরবে বলে মনে করছেন পরিবহণ দফতরের আধিকারিকরা। পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ধাপে ধাপে আর কয়েকটি দোতলা বাস এসে পৌছবে।
• মোট আসন রয়েছে ৫১টি। দোতলা অংশ ঘিরে রাখা আছে স্বচ্ছ ফাইবার গ্লাস দিয়ে। পুরনো স্মৃতি আবারও এই নতুন বাসের হাত ধরে ফিরবে বলে মনে করছেন পরিবহণ দফতরের আধিকারিকরা। পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ধাপে ধাপে আর কয়েকটি দোতলা বাস এসে পৌছবে।
advertisement
advertisement
advertisement