Hilsa Price: বাজারে অঢেল ইলিশ এলেও দাম আকাশছোঁয়া! কলকাতার বাজারে কবে কমবে ইলিশের দাম? জানুন বিক্রেতাদের মত

Last Updated:
Hilsa Price : তাহলে কি সাধ্যের মধ্যে আসবে না ইলিশের দাম?
1/7
অবশেষে মৎস্যপ্রেমীদের মুখে হাসি ফুটেছে৷ কলকাতা এবং রাজ্যের অন্যান্য জেলার বাজারে উঠেছে পর্যাপ্ত ইলিশ মাছ৷
অবশেষে মৎস্যপ্রেমীদের মুখে হাসি ফুটেছে৷ কলকাতা এবং রাজ্যের অন্যান্য জেলার বাজারে উঠেছে পর্যাপ্ত ইলিশ মাছ৷
advertisement
2/7
দিঘা, ডায়মন্ড হারবার মোহনায় টন টন ইলিশ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে৷ ফলে বাজারে ইলিশের যোগান সঙ্কট মিটেছে৷
দিঘা, ডায়মন্ড হারবার মোহনায় টন টন ইলিশ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে৷ ফলে বাজারে ইলিশের যোগান সঙ্কট মিটেছে৷
advertisement
3/7
 চাহিদা আছে৷ যোগানও আছে৷ কিন্তু দাম কমেনি ইলিশের৷ বাজারে ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ বিকোচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়৷
চাহিদা আছে৷ যোগানও আছে৷ কিন্তু দাম কমেনি ইলিশের৷ বাজারে ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ বিকোচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়৷
advertisement
4/7
১ কেজি বা তার বেশি ওজনের ইলিশ মাছের দাম পৌঁছচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকায়৷ রবিবার এই দাম আরও বেড়ে যাচ্ছে৷
১ কেজি বা তার বেশি ওজনের ইলিশ মাছের দাম পৌঁছচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকায়৷ রবিবার এই দাম আরও বেড়ে যাচ্ছে৷
advertisement
5/7
কিন্তু ইলিশ মিললেও দাম এখনও আকাশছোঁয়া৷ তাই ক্রেতাদের মন ভরেনি৷
কিন্তু ইলিশ মিললেও দাম এখনও আকাশছোঁয়া৷ তাই ক্রেতাদের মন ভরেনি৷
advertisement
6/7
আড়ত থেকে বা পাইকারি বাজার থেকেও তুলনামূলক বেশি দামেই ইলিশ কিনছেন খুচরো বাজারের বিক্রেতারা৷ ফলে খুচরো বাজারেও দাম চড়াই থাকছে৷ কারণ অন্যান্য জিনিসের দাম বেড়েছে পাল্লা দিয়ে৷
আড়ত থেকে বা পাইকারি বাজার থেকেও তুলনামূলক বেশি দামেই ইলিশ কিনছেন খুচরো বাজারের বিক্রেতারা৷ ফলে খুচরো বাজারেও দাম চড়াই থাকছে৷ কারণ অন্যান্য জিনিসের দাম বেড়েছে পাল্লা দিয়ে৷
advertisement
7/7
তাহলে কি সাধ্যের মধ্যে আসবে না ইলিশের দাম? এখনই ক্রেতাদের নিরাশ হতে দিতে চান না বিক্রেতারা৷ তাঁদের আশ্বাস, এই হারে যোগান বজায় থাকলে আগামী কয়েক দিনের মধ্যে ইলিশের দাম কমবে৷
তাহলে কি সাধ্যের মধ্যে আসবে না ইলিশের দাম? এখনই ক্রেতাদের নিরাশ হতে দিতে চান না বিক্রেতারা৷ তাঁদের আশ্বাস, এই হারে যোগান বজায় থাকলে আগামী কয়েক দিনের মধ্যে ইলিশের দাম কমবে৷
advertisement
advertisement
advertisement