

*সংসার ছেড়েছেন অপু। তাঁকে যদিও আরও আঁকড়ে ধরেছে এ সংসার। এবার নিউটাউনে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে পার্ক তৈরি করছে হিডকো। ১৯ থেকে ২২ নভেম্বর, চারদিন ব্যাপী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে নজরুল তীর্থে জীবন জুড়ে সৌমিত্র নামে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে হিডকো। এই অনুষ্ঠানে তাঁর অভিনীত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করা হয়। তা ছাড়াও তাঁর লেখা বই, কবিতার প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। তথ্য ও ছবি: শিবাশিস মৌলিক।


*এই অনুষ্ঠানেই হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানান, "সৌমিত্র চটোপাধ্যায়ের প্রয়াণ আপামর বাঙালি জাতির এক আত্মিক ক্ষতি। প্রত্যেকেই এই শোক অনুভব করছেন। আমরা তাঁকে স্মরণ করে জীবন জুড়ে সৌমিত্র অনুষ্ঠান আয়োজন করেছি। নিউটাউনে সোনার কেল্লা পার্ক আছে।প্রফেশর শঙ্কু পার্ক হচ্ছে। একইভাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে আমরা অপুর সংসার পার্ক করব।"


*আলোচনা সভায় সৌমিত্র সম্পর্কে নিজের অনুভূতি তুলে ধরেছেন পরিচালক শতরূপা সান্যাল, সুদেষ্ণা রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অভিনেতা দেবশংকর হালদার, শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়াসহ বিভিন্ন বিশিষ্টজন। বক্তাদের অনুভূতিকে গ্রন্থ আকারে সংকলনের উদ্যোগ নিয়েছে হিডকো।এই বিষয়ে দেবাশিস সেন বলেন, " সমাজের নানা স্তরের মানুষ তাদের প্রিয় অভিনেতাকে তাদের মতো করে পেয়েছেন। এই অনুভূতি এই অনুষ্ঠানে তুলে ধরেছেন তাঁরা। তাঁদের অনুভতির সংকলন হিসেবে আমরা একটা বই তৈরি করছি।"


*হিডকোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিচালক শতরূপা সান্যাল। তিনি বলেন, "জীবনজুড়ে নানা ভূমিকায় নানা কাজ করেছেন সৌমিত্র চটোপাধ্যায়। তাঁর তো অকালপ্রয়াণ হয়নি। পরিপক্ক অবস্থায় একটি ফল গাছ থেকে তার বয়সের কারণে খসে পড়েছে। তার বীজ যেমন সর্বত্র ছড়িয়ে দিতে হয়, সৌমিত্রবাবুর জীবন ভাবনা ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। তাই এই বই, এই ঐতিহাসিক দলিল তা কিছুটা সহজ করবে।"