Bengal Weather: তৈরি ঘূর্ণাবর্ত, মঙ্গল থেকেই বঙ্গে দুর্যোগ! আবহাওয়ার বদলে যে ক্ষতির মুখে বাংলা...

Last Updated:
Bengal Weather: আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় মেঘলা আকাশ ও ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে দক্ষিণবঙ্গে। (তথ্য: বিশ্বজিৎ সাহা)
1/7
আগামী ৪৮ ঘণ্টায় মেঘলা আকাশ ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। কাল, মঙ্গলবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধও করা হয়েছে। ঘূর্ণিঝড় গুলাব স্থলভাগে প্রবেশ করে শক্তি হারিয়েছে। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশে এটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। আগামী ১২ ঘন্টায় তা সাধারণ নিম্নচাপে পরিণত হবে। একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আজ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায়। এটি নিম্নচাপের রূপ নিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে।
আগামী ৪৮ ঘণ্টায় মেঘলা আকাশ ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। কাল, মঙ্গলবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধও করা হয়েছে। ঘূর্ণিঝড় গুলাব স্থলভাগে প্রবেশ করে শক্তি হারিয়েছে। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশে এটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। আগামী ১২ ঘন্টায় তা সাধারণ নিম্নচাপে পরিণত হবে। একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আজ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায়। এটি নিম্নচাপের রূপ নিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে।
advertisement
2/7
আগামীকাল মঙ্গলবার এটি পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এবং ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে রাজ্য থেকে অনেকটাই দূরে রয়েছে। জয়সালমীর ব্রহ্মপুর এরপর ঘূর্ণিঝড় এলাকার দিয়ে এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে বিস্তৃত। আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে একটি উত্তর-পূর্ব আরব সাগর এবং অন্যটি উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশে।
আগামীকাল মঙ্গলবার এটি পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এবং ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে রাজ্য থেকে অনেকটাই দূরে রয়েছে। জয়সালমীর ব্রহ্মপুর এরপর ঘূর্ণিঝড় এলাকার দিয়ে এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে বিস্তৃত। আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে একটি উত্তর-পূর্ব আরব সাগর এবং অন্যটি উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশে।
advertisement
3/7
ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আজ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতাসহ অন্য জেলাতেও দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।সোমবার রাত থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার দিনভর বৃষ্টি। বুধবারও বৃষ্টি চলবে, তবে কমবে বৃষ্টির পরিমাণ।
ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আজ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতাসহ অন্য জেলাতেও দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।সোমবার রাত থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার দিনভর বৃষ্টি। বুধবারও বৃষ্টি চলবে, তবে কমবে বৃষ্টির পরিমাণ।
advertisement
4/7
সোমবার মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি দু-এক পশলা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪পরগনা ও পূর্ব মেদিনীপুরে।মঙ্গলবার মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা উত্তর ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়া তে। ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কলকাতা ঝাড়গ্রাম হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
সোমবার মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি দু-এক পশলা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪পরগনা ও পূর্ব মেদিনীপুরে।মঙ্গলবার মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা উত্তর ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়া তে। ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কলকাতা ঝাড়গ্রাম হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
advertisement
5/7
বুধবারেও মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ-সহ দক্ষিণবঙ্গের জেলায়। বৃষ্টি চললেও বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমে যাবে বুধবার। পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রামে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস।উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিদ্যুৎসহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে।
বুধবারেও মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ-সহ দক্ষিণবঙ্গের জেলায়। বৃষ্টি চললেও বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমে যাবে বুধবার। পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রামে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস।উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিদ্যুৎসহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে।
advertisement
6/7
কলকাতায় আজ সকালে আংশিক মেঘলা আকাশ, পরে পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। রাতের দিকে বৃষ্টি বাড়বে কলকাতায়।আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস সেটাও স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৫ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১২.৪ মিলিমিটার।
কলকাতায় আজ সকালে আংশিক মেঘলা আকাশ, পরে পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। রাতের দিকে বৃষ্টি বাড়বে কলকাতায়।আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস সেটাও স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৫ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১২.৪ মিলিমিটার।
advertisement
7/7
নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে মানা। ও ওড়িশা উপকূলে সমস্ত মৎস্যজীবীদের পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় ছত্রিশগড় বিদর্ভ তেলেঙ্গানা কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র ওড়িশা ও মারাঠা ওয়াড়াতে বাড়ি বৃষ্টির পূর্বাভাস।আগামীকাল মঙ্গলবার গুজরাট মহারাষ্ট্র কঙ্কন গোয়া সৌরাষ্ট্র কচ্ছ মারাঠা ওয়াড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে মানা। ও ওড়িশা উপকূলে সমস্ত মৎস্যজীবীদের পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় ছত্রিশগড় বিদর্ভ তেলেঙ্গানা কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র ওড়িশা ও মারাঠা ওয়াড়াতে বাড়ি বৃষ্টির পূর্বাভাস।আগামীকাল মঙ্গলবার গুজরাট মহারাষ্ট্র কঙ্কন গোয়া সৌরাষ্ট্র কচ্ছ মারাঠা ওয়াড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
advertisement