শুধু করোনা নয় ভোগাবে বৃষ্টিও, পুজোর এই দিনগুলিতে ভাসতে চলেছে কলকাতা সহ জেলা

Last Updated:
পুজোর (Durga Puja 2020) কদিনও বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস শোনাচ্ছে আবহাওয়া দফতর ৷
1/4
<br /> করোনার রক্তচক্ষুই নয় পুজো মাটি করতে তৈরি বৃষ্টিও ৷ ভ্যাপসা গরম ও অস্বস্তি থেকে আপাতত রেহাই নেই রাজ্যবাসীর। পুজোর (Durga Puja 2020) কদিনও বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস শোনাচ্ছে আবহাওয়া দফতর ৷ অতএব নতুন জামা নয়, মাস্কের সঙ্গে কিনুন রেনকোট-ছাতা-গামবুট
<br /> করোনার রক্তচক্ষুই নয় পুজো মাটি করতে তৈরি বৃষ্টিও ৷ ভ্যাপসা গরম ও অস্বস্তি থেকে আপাতত রেহাই নেই রাজ্যবাসীর। পুজোর (Durga Puja 2020) কদিনও বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস শোনাচ্ছে আবহাওয়া দফতর ৷ অতএব নতুন জামা নয়, মাস্কের সঙ্গে কিনুন রেনকোট-ছাতা-গামবুট
advertisement
2/4
বৃষ্টির তাণ্ডবে ভাসতে চলেছে পুজোর ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমী ৷ এই তিনদিনই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গেই বৃষ্টির পূর্বাভাস ৷
বৃষ্টির তাণ্ডবে ভাসতে চলেছে পুজোর ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমী ৷ এই তিনদিনই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গেই বৃষ্টির পূর্বাভাস ৷
advertisement
3/4
সোমবার মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এটি মধ্য বঙ্গোপসাগরেই শক্তিশালী হবে। এর অভিমুখ অন্ধ্র ওড়িশার উপকূলের দিকে। এই নিম্নচাপের প্রভাবেই জলীয়বাষ্প ঢুকবে রাজ্যে ৷ এর প্রভাবেই বৃষ্টি পুজোয়। জানালেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা , সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
সোমবার মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এটি মধ্য বঙ্গোপসাগরেই শক্তিশালী হবে। এর অভিমুখ অন্ধ্র ওড়িশার উপকূলের দিকে। এই নিম্নচাপের প্রভাবেই জলীয়বাষ্প ঢুকবে রাজ্যে ৷ এর প্রভাবেই বৃষ্টি পুজোয়। জানালেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা , সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
advertisement
4/4
মৌসম ভবন জানিয়েছে, মধ্য ভারতে আটকে রয়েছে বর্ষা (Monsoon)। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার কারণেই বর্ষার প্রভাব এখনও বাংলায় রয়েছে ৷ তার থেকেই পুজোর কটাদিন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর ৷
মৌসম ভবন জানিয়েছে, মধ্য ভারতে আটকে রয়েছে বর্ষা (Monsoon)। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার কারণেই বর্ষার প্রভাব এখনও বাংলায় রয়েছে ৷ তার থেকেই পুজোর কটাদিন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর ৷
advertisement
advertisement
advertisement