Kolkata Tram: চলতে -চলতে হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল ট্রাম! মারাত্মক ঘটনা কলকাতায়
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kolkata Tram: জানা গিয়েছে, এজেসি বোস রোডের উপর দিয়ে যখন ট্রামটি যাচ্ছিল, তখনই পেছনের কামরায় আগুন লেগে যায়। (তথ্য ও ছবি: সাহ্নিক ঘোষ)
কলকাতা: মারাত্মক ঘটনা কলকাতায়। চলন্ত ট্রামে (Kolkata Tram) লেগে গেল আগুন। বৃহস্পতিবার নোনাপুকুর ট্রাম ডিপোর সামনে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রামটি AC ট্রাম ছিল। তবে, যে সময় আগুন লাগে ট্রামটিতে, সেই সময় তাতে কোন যাত্রী ছিল না। ফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে ট্রাম, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
advertisement
advertisement
advertisement
advertisement