Junior Doctors Hunger Strike: দেশজুড়ে কর্মবিরতির ডাক চিকিৎসকদের! বেসরকারি হাসপাতালও এগিয়ে এল অনশনকারীদের পাশে
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Junior Doctors Hunger Strike: জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনের সমর্থনে সোমবার আংশিক কর্ম বিরতির ডাক দিয়েছে বিভিন্ন বেসরকারি হাসপাতাল। বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে বন্ধ রয়েছে ওপিডি পরিষেবা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার অপেক্ষায় জুনিয়র ডাক্তারেরারবিবার রাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী কেন চুপ? আমরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাই।” আন্দোলনকারীরা আরও বলেছেন, “এত দিন হয়ে গেল, মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনও কথা শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি মুখ্যসচিবের থেকে একটা মেল, কোনও একটা কুণাল ঘোষ, কোনও ছুটকো-ছাটকার বিরূপ প্রতিক্রিয়া।’’
advertisement
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-সহ সব চিকিৎসক সংগঠনকে সোমবার বৈঠকের জন্য ডেকেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। দুপুর সাড়ে ১২টার সময় স্বাস্থ্যভবনে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। জুনিয়র ডাক্তারদের দাবি, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স’ ফ্রন্টকে ওই বৈঠকের জন্য ডাকা হয়নি। কোন কোন চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা সোমবারের বৈঠকে যোগ দেবেন তা এখনও স্পষ্ট নয়। তবে জুনিয়র ডাক্তারদের আশা, চিকিৎসক সংগঠনগুলি যে ভাবে শুরু থেকে আন্দোলনের পাশে থেকেছে, আগামী দিনেও সেই ভাবেই পাশে থাকবে।
advertisement